স্বপ্ন-৪

লিখেছেন লিখেছেন স্বপ্নবাজের স্বপ্ন ২৫ জানুয়ারি, ২০১৩, ০২:০২:৫৪ রাত



অদ্ভুতুরে স্বপ্নগুলো

মাথায় শুধু ঘুরে

বুকের ভেতর সুখগুলো সব

মরে কষ্টে পুড়ে।

হৃদয় ভুমি থাকে পতি

স্বপ্ন ফসল বোনে

মগজে‘র সেই স্বপ্ন ঘোড়া

ছোটে মনের কোনে।

হৃদয় ভূমি চাষ করিনা

আগাছা‘য় তবু ভরে

অদ্ভুত সেই স্বপ্নে’র ভ্রুন

স্বপ্নে‘ই কেঁদে মরে।।

তবুও আবার নতুন স্বপ্ন

দেখি হতাশা ভুলে

স্বপ্ন আবাদ করতে আমি

চড়তেও পারি শুলে।

………………………………..

স্বপ্নবাজ

যাত্রাবাড়ী, ঢাকা।

বিষয়: সাহিত্য

৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File