ওরা ছাত্র নয় ------দানবলীগ

লিখেছেন লিখেছেন তৃতীয় নয়ণ ২০ জানুয়ারি, ২০১৩, ১০:৪০:০১ রাত

নিরীহ তরুণ বিশ্বজিতের পর এবার ছাত্রলীগের হাতে বলি হল ময়মনসিংহের অবুঝ নিষ্পাপ শিশু রাব্বি। বর্তমানে বাংলাদেশের ছাত্র রাজনীতি বিশেষ করে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফ্রাংকেনস্টাইনের দানব আবির্ভূত রূপে আবির্ভুত ছাত্রলীগ। এই দানবকে স্বয়ং প্রধানমন্ত্রীসহ রোখার সাধ্য যেন কারো নেই। ‘শিক্ষা, শান্তি, প্রগতি’র স্লোগান দিয়ে সৃষ্টি হয়েছিল যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের হাতে এখন রিভলবার, পিস্তল, কাটা রাইফেল, স্টেনগান, রামদা। ‘শিক্ষা শান্তি প্রগতি’ উধাও করে দিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে এখন ছাত্রহত্যার হোলি খেলছে। ছাত্রলীগ মানেই এখন খুনোখুনি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগবাণিজ্য, ভর্তিবাণিজ্য, ধর্ষণ এবং আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম। শুধু প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সঙ্গেই নয়, নিজেরা-নিজেরা অর্থাত্ ছাত্রলীগ-ছাত্রলীগ সংঘর্ষও চলছে সব জায়গায়। তাদের আক্রমন থেকে বাদ যাচ্ছেনা একেবারে সাধারন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নিষ্পাপ শিশুও। দিনে দিনে ফ্রাঙ্কেনস্টাইনের দানবে পরিণত হওয়া ছাত্রলীগের পরবর্তি শিকার কে?

\"উনিশ শতকের গোড়ার দিকে মেরি শেলি ‘ফ্রাংকেনস্টাইন’ নামে একটি উপন্যাস লিখেছিলেন। এর অন্তর্নিহিত প্রতীকী ব্যঞ্জনার কারণে উপন্যাসটি কালজয়ী সাহিত্যের মর্যাদা পায়। এই উপন্যাসের নায়ক ডা. ফ্রাংকেনস্টাইন ল্যাবরেটরিতে একটি মানুষ সৃষ্টি করতে গিয়ে সৃষ্টি করেন মানুষরূপী এক দানব, যে দানবের হাতে প্রথমে নিহত হয় স্রষ্টার সহযোগী।

একে একে এই দানব ডা. ফ্রাংকেনস্টাইনের প্রিয়জনদের সবাইকে হত্যা করে। শেষে এই দানবকে হত্যা করতে গিয়ে ডা. ফ্রাংকেনস্টাইন নিজেই মারা যান। উপন্যাসের এক জায়গায় দুঃখ করে ডা. ফ্রাংকেনস্টাইন লেখেন, আমি ওকে সবকিছু দিয়েছি, শুধু দিতে পারিনি মানুষের বিবেক ও মেধা। এই উপন্যাস প্রকৃতপক্ষে সৃষ্টির হাতে স্রষ্টার পরাজয় ও ধ্বংসের এক উপাখ্যান।\"

বিষয়: রাজনীতি

১০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File