হায়রে ছাত্র লীগ ।

লিখেছেন লিখেছেন শিহাব ২০ জানুয়ারি, ২০১৩, ০২:২৪:২৫ দুপুর

হায়রে ছাত্র লীগ । ছিঃ ছিঃ ছিঃ কত যঘন্য ওদের জন্য আজ শিক্ষাঙ্গনকুলিত।কুলশিত ছাত্র রাজনীতি । কুলশিত ১৯৪৭"১৯৫২"১৯৬৬"১৯৬৯"১৯৭০"১৯৭১"১৯৯০" এর ছাত্র রাজনীতি গৌরব ময় অত্যিয্য গুল ।যে ছাত্র রাজনীতি ছিল দেশে মানুষের অধিকার আদায়ের জন্য ।তখন সাধারন মানুষ ছাত্র রাজনীতিকে ছেলাম জানাত ।এখন মানুষ ছাত্র লীগের নাম শুনলে ভয়ে আতঙ্কে থাকে ।কখন কি করে বসে এই ছাত্রলীগ ।এক সময় ছাত্ররা বা ছাত্রলীগের নেতার দেশের জন্য হাতে অস্ত্র নিয়ে ছিল ।আর এখন হাতে অস্ত্র নিচ্ছে নিজের ভাইকে মারার জন্য ,ক্যামপাসকে নিজের কবজ্বায় নিতে ,ভাই হয়ে তারা ভাইয়ের বুকে গুলি চালাতে ।তাদের কবলে পড়ে জাতীর ভবিষ্যত্‍ গড়ার শিক্ষকড়া হচ্ছে লান্শ্চিত হচ্ছে খুন ।আমার বোনেরা হচ্ছে ধর্ষিতা ।রেহাই যাচ্ছে না অবুঝ শিশু ।তার নেতাদের চোখে পড়া আর ভাল চাকরি পাওয়ার জন্য খেটে খাওয়া বিশ্বজিত্‍ এর মতন মানুষকে চাপাতি আর রটে বলি দিতে হয় । তোমাদের কাছে আমার বা সবারই প্রত্যাসা তোমরা তোমাদে অতীতের ফিরে যাও ,শিক্ষা নাও ।তোমরা মনে রেখে আমরা সবাই ভাই ভাই দলে দলে বিভাদ নেই ।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File