চেতনায় একাত্তর
লিখেছেন লিখেছেন বুলবুল হ্যাপী ২১ মার্চ, ২০১৩, ১০:৪১:৪১ রাত
ওরা জামাত-শিবির, নয় বাঙালী; দে গালি অশ্রাব্য।
নয় কারও ভাই, ছেলে-সন্তান; গুলিই ওদের প্রাপ্য।
ওদের নেইকো ব্যথা, পিটাতে পারিস; যেমন খুশী তেমন;
শক দে কিবা নখ উপড়া; যা খুশী, চাস যেমন।
শালা! সব রাজাকার, বয়স যা হোক; আশি কিংবা আট;
জবাই করে নাস্তা করা; এটাই এখন পাঠ।
শান্ত থাকে!! উসকে দে-না; করবে যখনই ফোঁস
মাথায় বাড়ি দিয়েই প্রচার; করবি ওদের দোষ।
জামাত-শিবির, জেনে লাভ নাই; কি করে; না করে
ধোলাই দিয়ে লাশকে শুধাবি; ছিলি কি শিবির ওরে?
মানবাধিকার!! কি যে বলিস; ওটা কি ওদের জন্য?
জামাত-শিবির হলেই ফায়ার; ওদের কথা ভিন্ন।
শান্তি চাইলে বুঝাবি সবায়; ওরা শুধুই রাজাকার;
ওদের বসত জেলখানা আর প্রাপ্য শুধুই মার।
বুঝিস নারে, ওরে বেকুব; ওদের বুকে নিলে
ভালোবেসে তিমির মতোই নেবে মোদের গিলে।
বুঝবি তখন, এতীম হলে; কেউ রবে না সঙ্গী,
চিল্লাতে থাক, জামাত-শিবির; সন্ত্রাসী দল, জজ্গী।
সমালোচনা, বিশ্ব বিবেক? এটাও প্রশ্ন তোর?
শ্লোগান দিয়ে জানিয়ে দিবি ।
বিষয়: সাহিত্য
১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন