আলোর পথ

লিখেছেন লিখেছেন বুলবুল হ্যাপী ২৫ মে, ২০১৩, ০২:৪০:১৫ দুপুর

বাবা খু্ব শখ করে ছোট ছেলের নাম রেখেছিল হিটলার ।স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আদর্শ সৈনিক হবে ।হিটলারের বয়স এখন ১৭ ,একাদ্বশ শ্রেনীতে পড়ে । বাবার আদর্শ হিটলারের মন: পুত হয়নি ।তাই সে খুজতে থাকে জীবনের চলার পথ ।বন্ধুর মাধ্যমে পেয়ে যায় তার আলোর পথ । চুপি চুপি এগিয়ে যায় তার লক্ষপানে ।তার জীবনের পরিবর্তন বাবার চোখে ধরা পরে ।বাবা শাসিয়ে দেন , কিন্তু হিটলার তার পথ চলার গতি বািড়য়ে দেয় । বাবা বুঝতে পেরে ব্যপক মারধর করে হিটলার কে , মা কে শাসায় ছেলের জন্য । একদিন কর্মশালা শেষে বাড়ী ফেরার পর ঘর থেকে বের করে দেয় ।গভীর রাত পযর্ন্ত বািহরে দাড়িযে থাকে ।বাবা ঘুমিয়ে পরলে মা ঘরে নিয়ে যায় , এজন্য মা কে বাবার হােতর মার খেতে হয় ,বাবা বললেন যদি আন্দোলন না ছাড়ি তাহলে বাড়ী ছেড়ে চলে যেতে , হিটলার কি করেব ভেবে কুলকিনারা পাচ্ছে না ,কলেজে যায় সে , মন খারাফ, ক্লাসে মন বসে না , ক্লাস শেষ করে মাঠের এক কোনে বসে থাকে , আর চিন্তা করতে থাকে কি করবে ,............. (চলবে)

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File