সৎ মুসলমান হতে হবেই (আল্লাহুম্মা আমীন)
লিখেছেন লিখেছেন মনসুর ২৯ মার্চ, ২০১৬, ১১:০৭:৪৮ সকাল
সমকালীন (বাংলাদেশ, ২০১৬) এই সমাজে সুদ, ঘুষ, মিথ্যাচার, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে অর্থ উপার্জন প্রায় দুষ্কর। অথচ, এই দুনিয়ায় আমরা সাধারন মুসলমানেরা প্রায়ই অপরকে বিচার করি এই দুনিয়ায় ব্যক্তির উপার্জন ক্ষমতার মাত্রায়। কিন্তু, এই দুনিয়ায় মানুষের জীবন, মান-সন্মান ও রিজেকের মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যখন ইচ্ছা, যাকে ইচ্ছা ধনী বা গরীব করতে পারেন। এক জন মানুষ সৎ মুসলমান, মানবিক গুণাবলী সমৃদ্ধ, ইতিবাচক বুদ্ধিসম্পন্ন এবং কর্মঠ (অলস নয়), এরপরেও তিনি দুনিয়ার সম্পদে গরীব হতে পারেন, এটা ঐ ব্যক্তির ব্যর্থতা নয়, বরং আমাদের অযোগ্যতা যে একজন ভালো মানুষকে আমরা মূল্যায়ন করতে পারিনি।
আসলে, মানুষের নিজের ইচ্ছা বলে কিছু নেই, সব "ইচ্ছা" একমাত্র মহান আল্লাহর, এর যতটুকু তিঁনি মানুষকে জানিয়েছেন মানুষ ততটুকুই জানতে পারে পবিত্র কোরআন-হাদিসের মাধ্যমে। এই দুনিয়ায় এর পাশাপাশি আছে খবিছ ইবলিছের প্ররোচনা। এখানে মানুষের আছে অনুসরন করার স্বাধীনতা। মানুষ চাইলে অনুসরন করতে পারে খবিছ ইবলিছের প্ররোচনা, বা চাইলে অনুসরন করতে পারে পবিত্র কোরআন-হাদিসের শিক্ষা। শেষ কেয়ামতে বিচার হবে মানুষ কিভাবে এই দুনিয়ায় তার স্বাধীনতাকে ব্যবহার করেছে, . . . !! . . . পবিত্র কোরআন-হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, . . একমাত্র মহান আল্লাহ এবাদত কর, তাঁকে ভয় কর, তাঁর আদেশ-নিষেধ মেনে চল . . . . তাঁর রাসুল (সাঃ)-কে অনুসরন-অনুকরণ কর, নিজেকে সৎ মুলমান না বানিয়ে কবরে যেও না, . . . !!
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন