পৌরসভা নির্বাচন, বিএনপি জামায়াতের অবস্থান
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ১১ ডিসেম্বর, ২০১৫, ০৬:১২:৪৬ সন্ধ্যা
‘‘প্রথম আলোতে একটি খবর দেখলাম, বিএনপির স্থায়ী কমিটিতে আলোচনা- সরকারের চাপে জামায়াত নেতারা প্রার্থী!”
বিএনপির মতো ....একটা (শুন্যস্থান আপনারা পুরন করে নিয়ে পড়ে নিবেন আশা করি) দল মনে হয় খুব কমই আছে, তারা সবসময় জামায়াতকে ব্যবহারই করে আসছে জামায়াতকে তারা কোন কিছু দিতে নারাজ। যেখানে ২৩৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে সেখানে জামায়াতকে ৩৫ বা ৪৫টি ছেড়ে দিলে সমস্যা কোথায়? নামকাওয়াস্তে দলগুলোর সাথে আলাপ করে প্রার্থী ভাগাভাগি করা যায় কিন্তু জামায়াতের মতো এত বড় একটি দলের নেতৃবৃন্দের সাথে কোন আলাপ তারা এখনো পর্যন্ত করে নাই, তারা মনে করে নিয়েছে যে, জামায়াত এমনি এমনিতেই তাদেরকে ভোট দিয়ে দিবে! এত বড় একটি দল কিভাবে এত আহম্মক হতে পারে আমার বুঝে আসে না।
বিএনপি চায় জামায়াত তাদেরকে শতভাগ সহযোগিতা করুক কিন্তু এরপর আর কোন যোগাযোক রক্ষা করার দরকার নাই।
বিএনপি যদি জোটের সাথে বিশেষ করে জামায়াতের সাথে আলোচনা করে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত না নেন তাহলে গত নির্বাচনের মত আগামী নির্বাচনেও তারা বড় ধরনের শিক্ষা পেতে পারে।
এখন বিএনপির গরজেই জোটের সাথে খোলামেলা এবং ছাড় দিয়ে ফলপ্রসু আলোচনা করা সময়ের অনিবার্য দাবী হয়ে দাড়িয়েছে।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
0 ১৯৯৪-৯৫ সালে জামায়াত আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপি বিরোধী আন্দোলনে গেলেও ২০০১ এ সেই জামায়াতকে তারা শরীক করে ২ টা মন্ত্রীত্ব দিয়েছিল । যেটা এখন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ।
জামায়াতের পীড়িতের দল আওয়ামী লীগই সবসময় জামায়াতকে টিস্যু পেপারের মত ব্যবহার করে এখন কায়দা করে ধরেছে । বোকা জামায়াত সব সময়ই বন্ধু চিনতে ভুল করে ।
মুক্তিযোদ্ধাদের দল বিএনপি কি পারতো না রাজাকারদের দল জামায়াতকে আওয়ামী লীগ এখন যেমন করছে সে রকম ভাবে সাইজ করতে ।
সেটা করেনি বিএনপি । তাদের প্রতিষ্ঠাতা বরং জামায়াতকে এদেশে সেট হতে দিয়েছে ।
চরম অকৃতজ্ঞ এবং ঘৃন্য বলেই জামায়াত ও তাদের সংগঠন শিবির বিএনপির এই বদন্যতাকে মোটেও মূল্যায়ন করে না ।
জামায়াত শিবিরের প্রতিটা নেতা কর্মীর রক্ত ও চামড়া বিলিয়ে দিলেও বিএনপির ঋণ জীবনেও শোধ করতে পারবে না ।
আওয়ামী লীগের হাতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা তুলে দিয়ে জামায়াত নিজেদের চরম সর্বনাশ ডেকে এনেছে ।
এদের মাইর খাওয়া দেখলে মজাই লাগে
আর ১/১১ তে জামায়াতের লোকজনকে ধরা হয় নি । যেখানে বিএনপির তারেক - খালেদা সবাই জেলে গিয়েছিল ।
মুজাহিদ তখন কি করছিলেন ?
মন্তব্য করতে লগইন করুন