‍''ফেসবুক মুক্ত'' দিবস

লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ১০ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৩:৫২ সন্ধ্যা



কোন কারনে বিশিষ্ট কোন ব্যক্তি অনেক দিন বিদেশে থেকে দেশে ফিরলে সেই দিনটিকে আমরা "স্বদেশ প্রত্যাবর্তন'' দিবস হিসেবে পালন করে থাকি।

বেশ কিছুদিন জেলে থেকে বের হলে সেই দিনটিকে আমরা "জেল মুক্তি" বা "কারা মুক্তি" দিবস হিসেবে পালন করে থাকি।

দেশে অনেকদিন কোন স্বৈরাচার ক্ষমতায় থাকলে তাকে হটানোর দিনটিকে আমরা "স্বৈরাচার পতন" দিবস হিসেবে পালন করে থাকি। এমন আরও অনেক দিবস আমরা নিয়মিত পালন করে থাকি বা আসছি।

ঠিক তেমনি অনেক দিন যাবত ফেসবুক সহ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো বন্ধ থাকার পর আজ তা খুলে দেওয়া হয়েছে আর সেই কারনেই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আজকের দিনটিকে "ফেসবুক মুক্ত" দিবস হিসেবে ঘোষনা দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কারা বিদেশে ছিল যার জন্য স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কারা জেলে ছিল যার জন্য জেল মুক্ত দিবস পালন, কারা স্বৈরাচার ছিল যার জন্য স্বৈরাচার মুক্ত দিবস পালন করা হয় এটা আমরা প্রতি বছরই আনুষ্ঠানিকভাবে স্মরণ করে থাকি, ঠিক তেমনি কারা এবং কি কারনে ফেসবুক সহ সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছিল প্রতি বছরই আমরা তা আনুষ্ঠানিকভাবে স্মরণ করতে চাই।

বিষয়: বিবিধ

১৬০১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353479
১০ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৩
নাবিক লিখেছেন : বুঝলাম, বাট হাওয়ামী সরকার ভবিষ্যতে যদি আরও বেশি দিনের জন্য ফেবু বন্ধ রাখে তখন কি করবেন?

আমরা বাঙালীরা সবকিছু নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করি।।
১১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
293504
মোঃ আবু তাহের লিখেছেন : প্রথমে যা হয় সেটাকেই আমরা আদর্শ হিসেবে নিয়ে থাকি।
353485
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩১
আব্দুল গাফফার লিখেছেন : একমত,তবে ফেবুযে আবার বন্ধ করবেনা কে জানে। ধন্যবাদ
১১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
293505
মোঃ আবু তাহের লিখেছেন : হয়তো করবে
353500
১১ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৫১
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ।
১১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১০
293506
মোঃ আবু তাহের লিখেছেন : মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
353513
১১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৮
হতভাগা লিখেছেন :











যখন ফেসবুক বন্ধ থাকবে তখন পছন্দ মত এগুলো ব্যবহার করবেন ।
১১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১১
293507
মোঃ আবু তাহের লিখেছেন : এসবের সাথে সাথে ভাল কিছুর ছবিও দিতে পারেন বলে মনে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File