জাতীয় সম্প্রচার নীতিমালাঃ ভিন্নমত দমনের হাতিয়ার- ১
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:১৫:৪২ রাত
ভুমিকাঃ
অনেক আগে একটা কৌতুক শুনেছিলাম। একজন মেয়ে বসে বসে দোয়া করছে দেখে তার ছোট ভাই বোনকে উদ্দেশ্য করে বলছে- আপু তুমি তোমার জন্য কি কি দোয়া করলে? তখন তার বোন বললো- কই আমিতো আমার জন্য কোন দোয়া করিনি, আমি দোয়া করেছি তোর আর আব্বার জন্য। দোয়ায় বলেছি- আল্লাহ যেন তোকে একজন ভাল দুলাভাই আর আব্বাকে একজন ভাল জামাই দান করেন।
আমাদের দেশেও এমনটা হয়ে আসছে। যখন যে ক্ষমতায় আসেন তখন তারা বলেন- জনগনের ভালর জন্য আমরা সব কিছু করছি, আমাদের কোন চাওয়া-পাওয়া নাই। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে জনগনের হাতে মুলা ধরিয়ে দিয়ে ক্ষমতাসিনরা কেটে পড়েন। যা লাভ হয় তা ঐ শাসক দলেরই আর যা লচ হয় তা আমাদের মতো সাধারণ মানুষের। সম্প্রচার নীতিমালার ব্যাপারটাও সেই রকম। বলা হচ্ছে সব কিছুতেই আমাদের লাভ কিন্তু সেই বিষয়ে আমাদের মধ্য থেকে যারা বিশেষজ্ঞ তাদের কোন মতামত নেওয়া হচ্ছে না বরং এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। দিলো চাপিয়ে আর বললো এটাই তোমাদের জন্য ভাল। রুচি বলতে একটা বিষয় আছে। এখন জনগনের রুচি এক রকমের কিন্তু শাসক শ্রেণী চাপিয়ে দিল রুচির বিপরিত কিছু খাবার তাহলে বুঝতেই পারছেন তার অন্তত সেদিনকার রাতের ঘুম হারাম হয়ে যাবেই।
(চলবে)
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার কথাটা মনে হয় কঠিন হয়ে গেল মনে কিছু নিয়েন না । কষ্ট থেকেই বলছি ।তানা হলে তারা এত সাহস পায় কি করে ।
১৬কোটি জনগনের কিছু জনগনের ও যদি তেজ থাকত আমার মনে হয় না তারা একদিন ও ক্ষমতায় থাকত পারত ।
বেশ সুন্দর একটি উদাহরন শিখলাম। ধন্যবাদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন