মাওলানা সাঈদীর চুড়ান্ত রায় এবং বি.এন.পি

লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪৬:২১ বিকাল



গত কাল মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আপীলের চুড়ান্ত রায় দিয়েছেন মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। এই রায়ে রাষ্ট্র পক্ষ বা আসামী পক্ষ কেউই সন্তুষ্ট হতে পারেন নাই। এটাই স্বাভাবিক যে কোন রায়েই সবাই সন্তুষ্ট হতে পারে না। কিন্তু আমার কথা হলো অন্যখানে। সার্বিক অবস্থা দৃষ্টে আমার কাছে মনে হয়েছে এই রায়ে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন বি.এন.পি'র বেশিরভাগ নেতৃবৃন্দ। সম্ভবত তারা মনে করেছিলেন যে, মৃত্যুদণ্ডই হবে সাঈদীর চুড়ান্ত রায় আর এই রায় হওয়ার সাথে সাথেই জামায়াত-শিবির সর্বশক্তি দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে আর বসে থেকে এর পুরো ফায়দা লুটবে বি.এন.পি। কড়াইয়ে তেল গরম করবে জামায়া-শিবির আর রুটি ভেজে মজা করে খাবে বি.এন.পি। কিন্তু সরকার তাদের হাতে সেই অস্ত্র তুলে না দেওয়াতে তারা বেশ অ-খুশিই বলে মনে হয়।

আমার কাছে মনে হচ্ছে দুই/এক দিনের মধ্যেই বি.এন.পি'র কিছু নেতা এটা বলা শুরু করবেন যে, জামায়াতের সাথে আওয়ামীলীগের আতাত হয়েছে। মিডিয়াগুলোও কথা বলা ও লেখা-লেখি করার বেশ কিছু উপাদান পেয়ে যাবে। সব মিলিয়ে বেশ কিছুদিন ভালই চলবে বলে বোধ হচ্ছে।

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266368
১৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
ভিশু লিখেছেন : সাঈদী সাহেবের এই রায়ের দিনই যে সংসদে আইন পাশ করে নতুনভাবে প্রায় আগের মতো করে বাকশাল কায়েম করা হলো - সেকথা খুব কম মানুষই ভাবছেন/বলছেন!
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৯
211712
মোঃ আবু তাহের লিখেছেন : এই কারনেই আওয়ামীলীগ সম্ভবত এই সময়টা বেছে নিয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File