শিতলক্ষ্যার বিচার হওয়া দরকার

লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ০১ মে, ২০১৪, ০৯:২৯:০৯ রাত

আজকে কয়েকজন পুলিশকে বলা বলি করতে শুনলাম। তারা একজন আরেক জনকে বলছেন- সন্ত্রাসীদেরতো আর বিচার হবে না, যেহেতু লাশগুলো শিতলক্ষ্যা নদীতে পাওয়া গেছে সেহেতু সেই নদীর বিরুদ্ধে মামলা করা দরকার। নদীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার যে তার ভিতরে লাশ পাওয়া গেল কেন।

পুলিশরা বলছেন যে, পুলিশ যানে না এমন কোন বিষয় নাই- সাগর-রুনিকে কারা হত্যা করেছে সেটাও পুলিশ জানে, কিন্তু বলতে মানা। এভাবে বেশ কিছু ক্ষোভের কথা তার জানালেন আর আমি তাদের কথায় শুধু সম্মতি দিয়েই চলে আসলাম।

একটু খেয়াল করুন। বিষয়গুলো আর সাধারণ মানুষের মধ্যে সীূমাবদ্ধ নাই বরং সরকারের এই ন্যাক্কারজনক কাজ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা পর্যন্ত অতিষ্ঠ। আজকে যেখানে-সেখানে লাশ পাওয়া যাচ্ছে। কাউকে কিছুক্ষন মোবইলে পাওয়া না গেলেই পরিবার চিন্তায় পড়ে যান যে তার সন্তান মনে হয় আর নাই- গুম হয়ে গেছে। যদি একদিন কোন খোঁজ না থাকে তাহলে পরিবারের নির্ঘাত বিশ্বাস জন্মে যায় যে কোন নর্দমায় হয়তো তার ছেলের লাশ পাওয়া গেলেও যেতে পারে!

এই সকল বিষয় যদি পুলিশকে আবার জানাতে যায় কোন পরিবার তাহলে কোন এক অজ্ঞাত কারনে তাদের কোন অভিযোগও পুলিশ গ্রহণ করে না, এই হলো বর্তমানে আমাদের সোনার বাংলাদেশের অবস্থা!

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216200
০১ মে ২০১৪ রাত ০৯:৩৭
হতভাগা লিখেছেন : শীতলক্ষ্যাকে আদালতে হাজির করে আজীবন রিমান্ডে নিতে হবে । শীতলক্ষ্যাতে একের পর এক ময়লাগুলো ফেলে ও মাটি দিয়ে ভরাট করে ফেলতে হবে । এটাকে বুড়িগঙ্গার মত মেরে ফেলতে হবে ।
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
165156
মোঃ আবু তাহের লিখেছেন : এটাই তার উপযুক্ত শাস্তি
216209
০১ মে ২০১৪ রাত ০৯:৪৯
সবুজেরসিড়ি লিখেছেন : হ্যা একদম ঠিক বলেছেন শীতলক্ষার বিচার করতে হবে যেহেতু প্রকৃত খুনির বিচার করা সম্ভব হচ্ছে না সত হলেও আমরা ক্ষমতায় আমাদের লোকদের কিভাবে বিচার করি . . .
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
165157
মোঃ আবু তাহের লিখেছেন : একদম হাচা কথা
216211
০১ মে ২০১৪ রাত ০৯:৫১
পাহারা লিখেছেন : হ্যা একদম ঠিক বলেছেন।
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
165158
মোঃ আবু তাহের লিখেছেন : তাই তো
216218
০১ মে ২০১৪ রাত ১০:০০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
165159
মোঃ আবু তাহের লিখেছেন : মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
216227
০১ মে ২০১৪ রাত ১০:১০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : শীতলক্ষ্যা আমাদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
165160
মোঃ আবু তাহের লিখেছেন : অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। শিতলক্ষ্যা না থাকলে হয়তো অন্তঃত লাশগুলো সেখানে ফেলতে পারতো না, কি বলেন!
216243
০১ মে ২০১৪ রাত ১০:২৬
মোবারক লিখেছেন : ভালো লাগলো
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
165161
মোঃ আবু তাহের লিখেছেন : কি আর ভাল ভাই, সবই হাসিনার দয়া। দেশে জনসংখ্যা যা বেড়েছে!
216266
০১ মে ২০১৪ রাত ১০:৫০
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমরা কেউই কিছুই জানিনা। না জানতে জানতেই একদিন আমাদের প্রিয়জনরাও উধাও হয়ে যাবে। সেদিনও এমনি করেই আমরা কিছুই জানবোনা...!
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১০
165162
মোঃ আবু তাহের লিখেছেন : সেই প্রস্তুতি আমাদের সকলেরই থাকা দরকার।
216283
০১ মে ২০১৪ রাত ১১:০৮
egypt12 লিখেছেন : আমার সোনার বাংলা-লাশ তোমায় ভালবাসে
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১০
165163
মোঃ আবু তাহের লিখেছেন : সত্যি- বাংলাদেশের সব কিছুকেই তো ভালবাসতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File