কি লিখবো!
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ১৬ এপ্রিল, ২০১৪, ০৫:৫৭:৩৬ বিকাল
সকাল থেকেই মনটা ভাল নাই। বিশেষ করে যখন শুনলাম মাওলানা সাঈদীর করা আপিলের রায় যে কোন দিন। আসামী পক্ষের এত এত উজ্বল ডকুমেন্ট থাকা এবং উপস্থাপন করার পরেও আপিল খারিজ করে দিল এটা কিছুতেই মেনে নিতে পারছি না। অবস্থা দেখে মেন হচ্ছে- বিচার করবো না, সাঈদীকে ফাঁসী দিব এতে যা যা করার দরকার তাই করবো- এমন আরকি! ICT অবশ্য আগেই বলেছিল যে তারা ন্যায় বিচার করতে বসেন নাই। মনে করেছিলাম আপিলে এসে মনে হয় আসামী ন্যায় বিচার পাবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখছি- এ যে একই গোয়ালের গরু!
বর্তমান সরকার ভারতকে খুশি করার জন্য যাচ্ছে তাই করছে কিন্ত এমন রক্ত খেকো হয়ে উঠবে তা মনে হয় কেউ কল্পনাও করেনি। আগামী দিনে এই দেশের অবস্থা যে কি হবে আল্লাহই জানেন। তবে অবস্থা দেখে মনে হচ্ছে আওয়ামীলীগ সরকার (দেশের সরকার অবশ্যই নয়) নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এখন যেমন বামদেরকে আগের মতো খুঁজে পাওয়া যায় না আওয়ামীলীগ তাদের চিন্তা পরিবর্তন না করলে আগামীতে তাদেরও এমন পরিণতিই হবে ইনশাল্লাহ।
আমি আর লিখতে পারছি না। লেখাগুলো কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে।
হে আল্লাহ আপনি মাওলানা সাঈদী সহ ইসলামী আন্দোলনের সকল নেতা-কর্মীকে সুস্থ দেহে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
মন্তব্য করতে লগইন করুন