মাওলানা সাঈদীর আপিল শুনানি শেষ, আসুন সবাই তাঁর জন্য দোয়া করি
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ১৫ এপ্রিল, ২০১৪, ০৫:৫৩:২২ বিকাল
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা আপিল শুনানি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তবে বুধবার এই মামলায় ইব্রাহীম কুট্টির হত্যার অভিযোগের নথি তলব-সংক্রান্ত আদেশের শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে রাষ্ট্রপক্ষের উপস্থাপন করা যুক্তিতর্ক খণ্ডন শেষ করেছে আসামিপক্ষ।
এর আগে বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। যুক্তি উপস্থাপনে রাষ্ট্রপক্ষ আপিলের রায়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করে।
আমরা দাবী সরকারের কাছে করছি, আপনারা মাওলানা সাঈদীকে মুক্তি দিন, নয়তো বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে কেমন ক্ষেপে উঠতে পারে তার নজির আপনারা এর আগেই দেখেছেন।
আর আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় মাওলানা সাঈদীকে আমাদের মাঝে জীবীত ফিরিয়ে দেন।
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই মুজাহিদ,থমকে দাঁড়াও
নিতে দাও পদদুলি,
তোমার আশায় জেগে আছি আজও
ডরিনা মিথ্যে বুলি।
তোমার কন্ঠের কোরানের বাণী
আজো বাজে মোর কানে,
হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই
ছুটিত 'প্যারেডের' পানে।
মাহফিল নয়, মহা সমুদ্র
বর্ষায় ভরা নদী,
বজ্র কন্ঠে বাতিল কাঁপিত
হারানোর ভয়ে গদী।
নাগিনী-যুগিনী মেতেছে আজি
মাতমে ফাটায় বুক,
কলিজা কাঁপানো জানাযার মিছিলে
না জানি হারায় সুখ।
হতাশা নয়, রুখে দাঁড়াও
নেই পথ পালাবার,
শহীদ কাফেলার কাফনের মিছিল
শবযাত্রা কারবালার।
অভিমানীরাও আজি ছূটেছে জিহাদে
মুখে কোরানের বানী,
রক্তাক্ত জনপদের আর্তনাদ শূনো
ঘুচাতে হবে সব গ্লানি।
তোমার শব্দে পতঙ্গের মত
ছূটে এসেছে লাখো ভাই,
হারানোর কিছু নেই জগতে
নীড় ছেড়েছে তাই।
অশ্রু নয়নে যাবেনা তুমি
চেয়ে দেখো পেছন ফিরে,
কসম(সত্বার), তোমার মুক্তি নাহলে
ফিরবোনা আর নীড়ে।
মাজার কবর পুজা ।
তাওহীদ কে ছিনিয়ে দিয়েছ
ধরেছি নামাজ রোজা।
মাজার কবর পুজা ।
তাওহীদ কে ছিনিয়ে দিয়েছ
ধরেছি নামাজ রোজা।
মন্তব্য করতে লগইন করুন