জাতি হিসেবে আমরা কি ভিতু হয়ে যাচ্ছি?
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ০১ এপ্রিল, ২০১৪, ০৬:০১:০৮ সন্ধ্যা
আমরা বাংলাদেশী। আমাদের আছে গৌরবময় সোনালী ঐতিহ্য। আমরা যখনই বঞ্চিত হয়েছি তখনই রুখে দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে। আমরা '৪৭ এনেছি, '৫২ এনেছি, '৬৯ এনেছি, '৭১ এনেছি আর '৯০ ও এনেছি কখনই কোন অন্যায়কে সহ্য করিনি। কিন্তু বর্তমানে যত অন্যায় হচ্ছে তার প্রত্যেকটাই মনে হয় যেন মাথা পেতে নিচ্ছি। জোড়ালো ভাবে কেউ কোন কথা বলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষাপ্রতিষ্ঠানও এখন কোন অন্যায়ের টু শব্দটি পর্যন্ত করছে না। অথচ আগেতো এমনটি কখনও ঘটেনি। দেশে কত কিছুই না হচ্ছে এরপরও তাদের (ছাত্রদের) কোন সাড়া নাই, নাই বিশিষ্ট ব্যক্তিদেরও। তার মানে কি আমরা সবাই ভিতু হয়ে যাচ্ছি বা গেছি? আমার কাছে মনে হয় এটা দেশের জন্য একটি অশনী সংকেত।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন