জাতি হিসেবে আমরা কি ভিতু হয়ে যাচ্ছি?

লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ০১ এপ্রিল, ২০১৪, ০৬:০১:০৮ সন্ধ্যা

আমরা বাংলাদেশী। আমাদের আছে গৌরবময় সোনালী ঐতিহ্য। আমরা যখনই বঞ্চিত হয়েছি তখনই রুখে দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে। আমরা '৪৭ এনেছি, '৫২ এনেছি, '৬৯ এনেছি, '৭১ এনেছি আর '৯০ ও এনেছি কখনই কোন অন্যায়কে সহ্য করিনি। কিন্তু বর্তমানে যত অন্যায় হচ্ছে তার প্রত্যেকটাই মনে হয় যেন মাথা পেতে নিচ্ছি। জোড়ালো ভাবে কেউ কোন কথা বলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষাপ্রতিষ্ঠানও এখন কোন অন্যায়ের টু শব্দটি পর্যন্ত করছে না। অথচ আগেতো এমনটি কখনও ঘটেনি। দেশে কত কিছুই না হচ্ছে এরপরও তাদের (ছাত্রদের) কোন সাড়া নাই, নাই বিশিষ্ট ব্যক্তিদেরও। তার মানে কি আমরা সবাই ভিতু হয়ে যাচ্ছি বা গেছি? আমার কাছে মনে হয় এটা দেশের জন্য একটি অশনী সংকেত।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201387
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবই ডিজিটাল
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
151063
মোঃ আবু তাহের লিখেছেন : সত্য, তবে দুঃখের বিষয় হলো সেই ডিজিটালটাও যে টাল হয়ে গেছে!
201390
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমার কাছে মনে হয় এটা দেশের জন্য একটি অশনী সংকেত।
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১১
151064
মোঃ আবু তাহের লিখেছেন : ধন্যবাদ।
201393
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
ফেরারী মন লিখেছেন : খুনখারাপিকে আমরা জীবনের নিত্য সঙ্গি করে নিয়েছি বলেই এরকম হচ্ছে।
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৩
151306
মোঃ আবু তাহের লিখেছেন : তাই তো মনে হয়।
201399
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা আবাল হয়ে গেছি ভাইয়া
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৪
151307
মোঃ আবু তাহের লিখেছেন : সতর্ক হওয়া/করার এখনই সময়।
201444
০১ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের তরুনরা হয় ফ্লাশ মব কিংবা মোবাইল এর মধ্যে ডুবে রয়েছে। জিবনের বড় সত্য গুলি জানছে না। আমরা তাই জাতিগত ভাবেই পিছিয়ে পড়ছি।
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৬
151308
মোঃ আবু তাহের লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
201532
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৭
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যাচ্ছি না ভাই, গেছি Crying
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৬
151309
মোঃ আবু তাহের লিখেছেন : আল্লাহ আমাদের রক্ষা করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File