আব্দুল কাদের মোল্লা ভাই কি আর "বুলবুলির" গান গাইবেন না!

লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৯:১২:১৫ রাত



২০০৯সাল। খুব আমোদ-ফুর্তিতেই চলছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এক পর্যায়ে আসলো সেই আনন্দঘন "ভ্রাতৃশিবির" সেশনটি। আমার জানা মতে শিবিরের সবচেয়ে আনন্দদায়ক প্রোগ্রাম হলো এটি। শিবিরের সদস্যরা সবাই জানেন আব্দুল কাদের মোল্লা ভাই শিবিরের সদস্য সম্মেলনে নিয়মিত একটা গানই গাইতেন-আমরা সেটাকে "বুলবুলির গান" হিসেবেই অবহিত করতাম। সবাই বলতাম এবার মোল্লা ভাই বুলবুলির গান গাইবেন।

২০০৯সালের সদস্য সম্মেলনে একটি অবস্থা হলো। ঘোষক ঘোষনা দিলেন যে এবার মোল্লা ভাই "বুলবুলির গান" গাইবেন। মোল্লা ভাই গান গাওয়ার জন্য ডায়াসের সামনে দাঁড়ালেন। তবে মোল্লা ভাই বরাবরের মতো শুরুতেই গান গাওয়া শুরু করলেন না। তিনি একটা ভূমিকা বক্তব্য দিলেন। মোল্লা ভাই বললেন- আমি গান গাইবো তবে তার আগে আমার জন্য তোমাদের একটা দোয়া করতে হবে। যদি তোমরা সেই দোয়া করো তাহলে আমি গান গাইবো।

সেই দোয়াটা হলো- তোমরা দোয়া করবে যে, বাতিল শক্তির বুলেট এসে আমার বুকটা ঝাঝরা করে দেবে আর এই অবস্থাতেই আমি শাহাদাত বরন করবো- তাহলে আমি গান গাইবো।

এই কথা শোনার সাথে সাথে আমার শরীর শিউরে উঠেছিল। আজও আমার কানে সেই কথাটা ধ্বনিত-প্রতিধ্বনিত হয়।

আজ যখন সেই সদস্য সম্মেলনের মোল্লা ভাইয়ের কথাগুলো মনে করি তখন মনে হয় যে সেই সদস্য সম্মেলনের দোয়াটাই কবুল হতে যাচ্ছে কি না!

কেন জানি খুব বেশি মনে হচ্ছে সেই আব্দুল কাদের মোল্লা ভাই কি আর "বুলবুলির" গান গাইবেন না বা গাইতে পারবেন না! আল্লাই ভাল জানেন।

এরপরও আল্লাহর কাছে দোয়া করবো- তিনি যেন আমাদের প্রাণপ্রিয় এই নেতার হায়াতে তাইয়েবা দান করেন। আমরা জানি ক্ষমতাবানদের মধ্যেও একজন ক্ষমতাবান আর সুকৌশুলী আছেন যিন হলেন আমার আল্লাহ রাব্বুল আলামীন।

বিষয়: বিবিধ

১৭৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File