নূরুল আনওয়ার কিতাব স্ক্যান ও একটি প্রয়োজনীয় তথ্য:-

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ৩০ মার্চ, ২০১৩, ০৪:২১:০০ বিকাল

আমার প্রিয় বন্ধু মাহমুদ নেত্রকোণার এক মাদরাসার মুহাদ্দিস। সে ল্যাপটপ ব্যবহার করে থাকে। প্রায় প্রতি সপ্তাহেই কোন না কোন কারণে বাড়ীতে যেতে হয়। বাড়ীতে চলে গেলে তার কিতাব মুতাআলা করতে সমস্যা হয়। বিশেষ করে নুরুল আনওয়ার কিতাবটি তাকে মুতাআলা করতে হয়। এই কিতাবের আরবী-বাংলা সংস্করণ এর কোন সিডি বা পিডিএফ কপি তার কাছে নাই। তার ইচ্ছে নিজের ল্যাপটপে কিতাবটি মুতাআলা করবে। ৭০৪ পৃষ্টার বিশাল এই বই সাথে নিয়ে চলা মুশকিল। তাই বন্ধুর সেই অসাধ্যকে সাধন করার দায়িত্ব পড়ে আমার উপর। গতকাল থেকে স্ক্যান করতে শুরু করেছি। প্রতি দিন ১০-১৫ পাতা করে স্ক্যান করছি। হয়ত মাসখানেক লাগতে পারে। ছোট স্ক্যানার, বইয়ের আকার বড়।

যদি কোন সুহৃদ ব্লগারের নিকট এই কিতাবটির আরবী-বাংলার পিডিএফ কপি থাকে, ই-মেইল / লিংক দিলে হয়ত আমার কষ্টটা কম হত।

স্ক্যান করতে গিয়ে একটি তথ্য চোখে পড়ল তাই নিচে দিলাম।

বিষয়বস্তুর ভিত্তিতে সমগ্র কুরআনের আয়াত সমূহ নিম্নরূপ:-

---------------------------------------------

১। প্রতিশ্রুতি’র আয়াত-১০০০

২। ভীতি প্রদর্শনের আয়াত-১০০০

৩। আদেশসূচক আয়াত- ১০০০

৪। নিষেধাজ্ঞা সূচক আয়াত- ১০০০

৫। উদাহরণ সম্বলিত আয়াত- ১০০০

৬। ঐতিহাসিক ঘটনাবলী সম্বলিত আয়াত-১০০০

৭। আহকাম (হালাল-হারাম) সম্বলিত আয়াত-৫০০

৮। তাসবীহ্ সম্বলিত আয়াত- ১০০

৯। বিবিধ আয়াত- ৬৬

সর্বমোট- আয়াত- ৬৬৬৬টি।

(সূত্র: তাক্বসীমু উসুলিশ শারয়ি- কিতাব-নুরুল আনওয়ার)

---------------------------------------------

বিষয়: বিবিধ

১৮১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File