জাতি, জাতীয়তা, জাতীয়, রাষ্ট্রীয় মর্যাদা,

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২২ মার্চ, ২০১৩, ০৫:৫২:১১ বিকাল

এ বিষয়গুলি আমার মাথায় সব সময় ঘুরপাক খায়। ভাবি এগুলির প্রয়োজনীতা নিয়ে।

জাতি হিসেবে আমরা মুসলিম জাতি বলতে পারি, অথবা যারা হিন্দু তার‍া বলতে পারেন-সনাতন জাতি, ভারতের সিন্ধু প্রদেশে বসবাসকারীরা সিন্ধু জাতিরা বা হিন্দু জাতিরা বলতে পারেন হিন্দু জাতি।

আমরা বাংলা ভাষায় কথা বলি- এখন আমরা বাঙালী জাতি। ----

জাতীয়তা: বাংলাদেশে বসবাস করার কারণে আমাদের জাতীয়তা বাংলাদেশী।

জাতীয়: সরকারী পৃষ্ঠপোষকতা প্রাপ্ত কোন প্রাণী, চাকুরী, প্রতিষ্ঠান, সংগঠনকে জাতীয় বলে স্বীকৃতি দেয়া হয়।

আমাদের জাতীয় মাছ- ইলিশ।

আমাদের জাতীয় পাখি- দোয়েল।

আমাদের জাতীয় পশু- বাঘ।

আমাদের জাতীয় ফুল- শাপলা।

আমাদের জাতীয় মসজিদ- বায়তুল মোকাররম।

আমাদের জাতীয় পতাকার রং- সবুজ আর লাল।

আচ্ছা আমাদের জাতীয় মাছ, পশু, পাখি, ফুল এগুলিকে কি সরকারী পৃষ্ঠপোষকতায় রক্ষা, বা সংরক্ষণ করা হয়, বা লালিত পালিত হয়ে থাকে?

বুঝলাম সরকার মসজিদটিকে নিয়ন্ত্রণ করে বলে এটিকে জাতীয় মসজিদ বলা হয়।

বাংলার মাঠে ঘাটে যে শাপলা ফুল ফোটে তা কি সরকার হেফাজত করে?

জাতীয় পাখিকে কি সরকারী লালন পালন করা হয়?

সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্টান চলে- কর্মচারীরা সরকারী বেতন পায়, তাদের চাকুরী জাতীয়। জাতীয় বেতন স্কেল নির্ধারিত আছে।

কিন্তু বাঘ কি সরকারী খাদ্য খেয়ে বড় হয়? সরকারের সম্পূর্ণ নিরাপত্তায় তারা লালিত পালিত হয়? আর সংরক্ষণ হলে কি এতে দেশের খুব বিরাট পরিমাণ আয় হয়? কোন ক্ষতি হয় না?

-------------

/ রাষ্ট্রীয় মর্যাদা: /

-------------

সারা বছর নানান রোগে ভূগে কোন মুক্তিযোদ্ধা ঘরে পড়ে মারা গেল। আর তখন শুরু হয় রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পালা। একটু প্যারেড করে কয়েকটি ফাঁকা গুলি আকাশের দিকে ছুড়লে কি আল্লাহ খুশী হন। মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়? ফেরেশতারা সওয়াল জওয়াব না করে কি চলে যায়?

এটা কি সৃষ্টিকর্তার নির্ধারিত নিয়ম?

মানুষের তথা মুসলমানের শেষকৃত্য করার কি নিয়ম এটাই? নাকি কোন ভিন্নতা আছে?

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File