সৃষ্টি কর্তার সন্তুষ্টি নাকি লোক দেখানো?

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২১ মার্চ, ২০১৩, ০৬:১৮:৫০ সন্ধ্যা

কেউ যদি মারা যায় তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

ইসলামের দৃষ্টিতে- যে লোকটি মারা গেল তার আত্মা বা রুহু তখন কোথায় থাকে?

তাকে যে লালগালিচা সংবর্ধনা দেয়া হচ্ছে বা কফিনের উপরের ফুলের তোড়া বিছানো সংবর্ধনা দেয়া হচ্ছে তাতে সেই রুহু কি খুশি হচ্ছে?

কেউ কি জানতে পারে- সেই আত্মা খুশি হয়েছে!

সৃষ্টি কর্তার আদেশে মানুষ দুনিয়াতে আসে, আবার তার আদেশেই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। তাহলে যে সৃষ্টিকর্তা মানুষকে দুনিয়াতে পাঠাল। তাঁর কি কোন আদেশ আছে- মরদেহ বিষয়ে?

মৃত ব্যক্তির লাশের উপর, কবরের উপর ফুল দিলে কি সৃষ্টি কর্তা সন্তুষ্ট হন?

তাঁর কি কোন নিজস্ব কোন নিয়ম আছে?

সেটি কি? সেটি কি ফুল পদ্ধতি নাকি বিকল্প কোন সিস্টেম আছে?

তাহলে আমাদের করণীয় কি? আর আমরা কি করি? কি করা উচিত?

লোক দেখানো কর্মকে সৃষ্টিকর্তা পছন্দ করেন? বিবেক কি বলে?

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File