হৃদয়ের দামে বিকিয়ে দেব নিজেকে ==================

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৪ এপ্রিল, ২০১৬, ০৭:১৮:০৮ সন্ধ্যা



হাজারো ক্রেতা আমায় পেতে চায়,

আমায় আপন করে নিতে চায়।

বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের ক্রেতা

নিজের জন্য আমাকে কিনতে চায়।

আমাকে নিয়ে সবাই স্বপ্ন দেখে

আমিও স্বপ্ন দেখার চেষ্ঠা করি তবে জেগে জেগে।

আমি শুধু বোবার মতো চেয়ে থাকি,

জওয়াব দিয়ে যাই তাদেরই মতো করে।

ওরা আমাকে কেনার আগেই সাজাতে চায়

বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙে নিজের মতো করে

আমিও অভিনয় করে যাই তাদের রঙে সেজে।

কেহই আমাকে কিনে নিতে পারে না

কেননা ওরা যে মূল্য দিতে চায়।

আমি তো মূল্যের বিনিময়ে বিক্রি হতে চাই নে

কারণ, আমি তো চাই হৃদয়ের দামে বিক্রি হতে

তবে কেন বৃথাই পসরা বানাতে চায় ওরা!

24-04-2016, 7.00 PM

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366975
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : দাড়ান, নিচে গিয়ে জেনে আসি। বাজারে এখন হৃদয়ের দর কত চলতেছে।
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৫
304549
নকীব কম্পিউটার লিখেছেন : ডেটিং, চাইনীজ, ফোনালাপ ।
367005
২৫ এপ্রিল ২০১৬ রাত ১২:২১
আফরা লিখেছেন : আচ্ছা হৃদয়ের দাম কত ?
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৬
304551
নকীব কম্পিউটার লিখেছেন : যারা বুঝতে পারে, বিনামূল্যেই পায়।
367008
২৫ এপ্রিল ২০১৬ রাত ০২:০৪
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : অবশেষে গাজী সাহেব জানতে পেরেছন হৃদয়ের দাম কত ?
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৬
304550
নকীব কম্পিউটার লিখেছেন : বর্তমানে হৃদয়ের দাম নেই।
এটা ফ্রি।
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০০
304555
গাজী সালাউদ্দিন লিখেছেন : হ্যাঁ, পেরেছি বৈ কি, খুব পেরেছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File