মশাদের যন্ত্রণা ===========
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৩ এপ্রিল, ২০১৬, ০৪:০৩:১৬ বিকাল
মশাদের যন্ত্রণা, বেড়ে গেল উতপাত,
নির্ঘুম দুই চোখে, জাগি সারা রাত।
ফাইটার, চায়না, ব্ল্যাক কিংবা যম,
কিছুতেই যায়না তো, মশাদের দম।
দরজা জানালা বন্ধ করলে উল্টো,
বেরোতে চায়, নিজেদের দম।
বোস্টার, গুড নাইট, বোস্টার হাই,
ছড়িয়ে অ্যারোসল, যাহাই জ্বালাই,
রাতভর জেগে থেকে, মুখে আসে হাই,
মশাদের তাড়ানোর, কোন উপায় নাই!
21-04-2016, 3.07 PM
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন