জেনে রাখা ভালো

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০৮ এপ্রিল, ২০১৬, ১০:৪৩:৫৭ সকাল

৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।

(১) নদীর পাড়ের বাড়ি

(২) ব্রেক ছাড়া গাড়ি

(৩) পর্দা ছাড়া নারী।

→তিনটি জিনিস সবার জীবনে একবার আসেঃ

(১) মাতা-পিতা

(২) সৌন্দর্য্য

(৩) যৌবন।

→তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ

(১) বন্দুকের গুলি

(২) কথা

(৩) রূহ।

→তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ

(১)সু-সন্তান

(২) সদকা

(৩) ইলম।

→তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ

(১)চুরি

(২)চোগলখুরী

(৩)মিথ্যা।

→তিনটি জিনিস পেরেশানিতে রাখেঃ

(১)হিংসা

(২)অভাব

(৩)সন্দেহ।

→তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ

(১) উপদেশ

(২) উপকার

(৩) মৃত্যু।

→তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ

(১) রাগ

(২) জিহবা

(৩) অন্তর।

→তিনটি জিনিস অভ্যাস করঃ

(১) নামাজ

(২) সত্য বলা

(৩) হালাল রিযিক।

→তিনটি জিনিস থেকে দূরে থেকঃ

(১) মিথ্যা

(২) অহংকার

(৩) অভিশাপ।

→তিনটি জিনিসের জন্য যুদ্ধ করঃ

(১) দেশ

(২) জাতি

(৩) সত্য।

→তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ

(১) কলম

(২) কসম

(৩) কদম

-

-

-

-

সংগৃহীত।

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364966
০৮ এপ্রিল ২০১৬ সকাল ১১:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাল্লাগছেরে নকিব ভাল্লাগছে।
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৮
303797
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ, ফাস্ট হওয়ার জন্য।
364968
০৮ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৭
মহিউদ্দিন মাহী লিখেছেন : ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
364973
০৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৮
তট রেখা লিখেছেন : আমার বাড়ী এক সময় নদীর পাড়ে ছিলো এখন আর নাই। মানে এখন নদীর বক্ষ্যে।

→তিনটি জিনিস সবার জীবনে একবার আসেঃ

(১) মাতা-পিতা

(২) সৌন্দর্য্য

(৩) যৌবন।

দ্বিমত করছি, মাতা সবার জীবনে একবার আসলেও পিতা নাও আসতে পারে, জন্মের পূর্বেই অনেকের পিতার মৃত্যু হয়। সৌন্দর্য আপেক্ষিক ব্যাপার, তাই কোনো মন্তব্য করবনা। আর যৌবন প্রাপ্তির পুর্বেই অনেকে মৃত্যু বরণ করেন।
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৯
303798
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
364976
০৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:১১
পললব লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৯
303799
নকীব কম্পিউটার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
364984
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১২
আবু জারীর লিখেছেন : জ্ঞানের কথা।
ধন্যবাদ।
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩০
303800
নকীব কম্পিউটার লিখেছেন : ভাই তো এখন ফ্রি আছেন মনে হয়। দেশে বেড়াইতেছেন!
364998
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৩
শেখের পোলা লিখেছেন : মাশা আল্লাহ৷ সংগ্রহের তারিফ করি৷ ধন্যবাদ৷
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩০
303801
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ আপনাকেও, শেখ সাদীর পোলা।
365013
০৮ এপ্রিল ২০১৬ রাত ১১:১৭
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সুন্দর বলছেন
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩১
303802
নকীব কম্পিউটার লিখেছেন : আমার ব্লগ কুটিরে বেড়ানোর জন্য ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File