অসহায় মজলুম

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০৬ এপ্রিল, ২০১৬, ০৫:৩৭:০২ বিকাল



আমি তখন বলেছিলাম-

তোমরা আমাকে মেরো না, আমি তোমাদেরই লোক।

আমার বন্ধুরা তখন বলেছিল-

তোমরা ওকে মেরো না, সে আর নীতি কথা বলবে না।

আমার বাবা যখন বলেছিল-

তোমরা আমার কলজে ছেড়া আদরের সন্তানকে মেরো না।

আমার ভাই যখন বলেছিল-

নিও না তোমরা আমার ভাইকে, ধরে নিও না।

সন্তান হারানোর ভয়ে বলেছিল মোর জননী-

আমার সন্তানকে তোমরা ছেড়ে দাও।

ভাই হারানোর ভয়ে বলেছিল আমার প্রিয় বোন-

আমার ভাইকে তোমরা কষ্ট দিও না, ছেড়ে দাও।

পিতা হারানোর ভয়ে বলেছিল-

আমার কলিজার টুকরা নয়নের মণি,

তোমরা আমার বাবাকে ছেড়ে দাও।

বাবা বলে কাকে ডাকবো আমি?

বিধবার তকমা গায়ে লাগবে বলে

অঝোর ধারায় কেঁদেছিল মোর অর্ধাঙ্গীনী।

তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও; বলেছিল বিরহিনী।

কারো কোন কথাই তোমরা শোননি!

তোমাদের পাষাণ হৃদয় এতটুকু গলেনি।

কোটি জনতার চোখের সামনে

আমাকে কুপিয়ে রক্তাক্ত করলে

লগি বৈঠার নির্মম আঘাতে আঘাতে

বের হলো আমার প্রাণ পাখি।

তোমরা দাঁত খেলিয়ে হাসলে,

রক্তের উন্মাদনায় মাতাল হয়ে

আমার মৃত দেহের উপর নর্তন কুর্দন করলে।

একদিন আমার রক্তের প্রতিটি কণা কথা বলবে।

জবাব দেবে ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে

তোমাদের প্রতিটি জুলুমের।

সেদিন আর বেশি দূরে নয়; অপেক্ষায় থাক;

আমরাই তো তোমাদের বসিয়েছিলাম মসনদে।

অতীত ইতিহাস আজও ভুলিনি, তুমিও ভুলনি।

ভাবছ তুমি! চিরকাল রবে এই ভবে?

ক্ষমতার মসনদ একদিন সাঙ্গ হবে।

যেদিন নির্যাতিত মজলুম জনতা গর্জে ওঠবে

জনগণ তোমাদের দুপায়ে দলবে,

কীটপতঙ্গের ন্যায় পিষবে।

সেদিন হাহাকার রব উঠবে,

তোমাদের ক্রন্দন-আহাজারী

আকাশে বাতাসে ধ্বনিত হবে

মজলুমের প্রার্থনা বৃথা নাহি যাবে;

তবে প্রভুর কালিমায় কালিমা লেপন হবে।

ইতিহাস স্বাক্ষী হয়ে রবে,

শুধু আমি পারলাম না দেখে যেতে

তোমার পতনের শেষ ছবি ।

উতসর্গ : চলমান রাজনৈতিক হত্যাকান্ডে নিহত সকল শহীদ গাজীদের।

বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364840
০৬ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷
দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কিসে?
যতন করা রতন মোদের
পায়ের তলে মারছে পিষে৷
ভুল করেছি বলতে তারে
আজকে মোরা পাইগো লাজ,
জ্বলতে হবে পুড়তে হবে
কাজের বদলা মিলছে আজ৷
০৮ এপ্রিল ২০১৬ সকাল ০৯:২৬
302788
নকীব কম্পিউটার লিখেছেন : জ্বলতে হবে পুড়তে হবে
কাজের বদলা মিলছে আজ৷

একমত পোষণ করছি।

ধন্যবাদ আপনাকে। Love Struck
364858
০৬ এপ্রিল ২০১৬ রাত ১১:২৫
সন্ধাতারা লিখেছেন : Salam. Very pathetic! No words left for expressing to be honest. Jajakallahu khair for your touchy writing.
০৮ এপ্রিল ২০১৬ সকাল ০৯:২৬
302787
নকীব কম্পিউটার লিখেছেন : অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন দোয়া করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File