ফ্যাশন প্রিয় নারীদের প্রতি
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৩ মার্চ, ২০১৩, ০৬:১০:৪২ সন্ধ্যা
যে সমস্ত সাদা চামড়াধারী মুসলমান নারীরা বুকের কাপড় ফেলে রাস্তায় চলেন আর ইসলামী লেবাসধারী লোকগুলিকে দেখে নাক সিটকান তাদের বলছি-
=========================
মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে। তার সকল হুকুম পালনের চেষ্ঠা করে। তারা মনে করে- আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা, তিনি অকারণে আমাদের সৃষ্টি করেন নি। গোলামকে তার প্রভূ বিনা মূল্যে খাদ্য, বস্ত্র, জ্ঞান, স্বাস্থ্য, সৌন্দর্য, সম্পদ দেওয়ার ওয়াদা করেন নি। অবশ্যই তার গোলামী করবে, এই জন্যই তিনি এসব দিয়ে থাকেন। আর দুনিয়ার জগতে গোলামী ঠিকমত করলে পরকালে এর প্রতিদান পাবে অবশ্যই। যারা এসব বিশ্বাস করে না- তারা দুনিয়াতে নিজের মন মতো উলঙ্গ অবস্থায় বেপরোয়াভাবে চলাফেরা করে থাকে। আর প্রকৃত মুসলমানকে ঘৃনা করে থাকে। প্রকৃত মুসলমান হল তারাই - যারা ইসলামকে সঠিকভাবে জানে ও সঠিকভাবে মানে। নবীর তরিকা মতে দুনিয়াতে চলতে চেষ্ঠা করে।
হিজাব পরিধান করা ফরয। যারা সেই ফরযকে অস্বীকার করে উলঙ্গভাবে দুনিয়াতে বুক ফুলিয়ে চলেন, তাদের জন্য রয়েছে পরকালে ভয়ানক শাস্তির ব্যবস্থা।
প্রকৃত মুমিন পুরুষরা কখনোই উলঙ্গ নারীদেরকে স্ত্রী বানিয়ে জাহান্নামে যেতে চায় না। তারা অবশ্যই খুঁজবে পর্দার অন্তরালের মুসলিম নারীদের।
যারা নিজেকে বাজারের পণ্য বানিয়েছেন- তাদের জন্য বাজারের খদ্দেরই জুটবে।
নারী একটি লোভনীয় বস্তু। সে কেন এভাবে প্রকাশ্যে অশ্লীল পোশাক পরে বাহিরে বেরুবে? তুমি এমনভাবে রাস্তায় বের হও যাতে তোমাকে কেউ চিনতে না পারে, তোমার বয়স কত? তুমি বুড়ি না যুবতী?
তুমি উলঙ্গ হয়েছো বলেই তোমার সম্মান হারিয়েছো। তোমাকে বিকাতে আজ যৌতুক দিতে হয়।
তুমি যদি সত্যিকারের মুসলিমা হতে তোমাকে নগদ মোহর দিয়ে পুরুষরা জীবনসঙ্গী করত?
বড়ই আফসোস হে নারী সমাজ তোমাদের বিবেক দিনদিন পঁচতে শুরু করেছে।
কবে তোমাদের হুঁশ ফিরবে?
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন