মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হোন প্রিয় মুসলিম ভাইয়েরা।
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৯ মে, ২০১৪, ১০:২০:০০ সকাল
কিছু কাণ্ডজ্ঞানহীন লোক আছে আছে তাদের কর্ম দেখলে অবাক হতে হয়- নামাজের সময় মোবাইল করে। নামাজী যদি কল কেটে দেয়, এরপরেও আবার কল দেয়। লোকটি যদি মুসলমান হয় একবার ভেবে দেখা উচিত- যাকে কল দিচ্ছি সে মনে হয় কোন সমস্যায় আছে, তাই আমার কল রিসিভ করতে পারছে না কিংবা এখন সময়টা কিসের? এখনকি এই লোকটি নামাজে থাকতে পারে? যাকে কল দেওয়া হচ্ছে - সে কি নামাজী? যদি নামাজী ব্যক্তি হন, তাহলে কেন তাকে নামাজের সময় কল দিব? আর ...প্রিয় নামাজী ভাই- আপনি তো আরেকটু সচেতন হতে পারেন- মসজিদে প্রবেশের সময়ই মোবাইলটি বন্ধ করে নিতে পারেন। সাইলেন্ট করে নিতে পারেন। আপনি কেন একটু সচেতন হচ্ছেন না। আপনার গাফিলতির কারণে অন্য একজন নামাজীর খুশু খুজু নষ্ট হচ্ছে। মোবাইলে যখন রিং বাজে তখন শত শত মুসুল্লীর মনোযোগ তখন ওই রিংটোনের দিকেই যায়। এতে আপনি কত বড় গোনাহের কাজ করলেন, একটু চিন্তা করবেন কি? একটু সচেতন হবেন কি? প্রিয় নামাজী ভাই!
অনেক ভাই, ফজরের পর একটু ঘুমান। এটা আমাদের মাথায় রাখা উচিত। যদি তার কষ্ট হয় এমন সময় কল দেয়া আমাদের উচিত নয়।
আবার অনেক ভাই, রাত ১০ টার আগেই ঘুমিয়ে যান, তাই রাত দশটার পর একান্ত যদি দরকার না থাকে একবারের বেশি কল দেয়া উচিত নয়।
অনেকে নম্বর বানিয়ে বানিয়ে মিসকল দেয়। এটা একটা জঘন্য অপরাধ।
তাই মোবাইল ব্যবহারে সকলের সচেতন হওয়া উচিত।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ সচেতনমূলক পোষ্টটির জন্য।
মন্তব্য করতে লগইন করুন