মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হোন প্রিয় মুসলিম ভাইয়েরা।

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৯ মে, ২০১৪, ১০:২০:০০ সকাল



কিছু কাণ্ডজ্ঞানহীন লোক আছে আছে তাদের কর্ম দেখলে অবাক হতে হয়- নামাজের সময় মোবাইল করে। নামাজী যদি কল কেটে দেয়, এরপরেও আবার কল দেয়। লোকটি যদি মুসলমান হয় একবার ভেবে দেখা উচিত- যাকে কল দিচ্ছি সে মনে হয় কোন সমস্যায় আছে, তাই আমার কল রিসিভ করতে পারছে না কিংবা এখন সময়টা কিসের? এখনকি এই লোকটি নামাজে থাকতে পারে? যাকে কল দেওয়া হচ্ছে - সে কি নামাজী? যদি নামাজী ব্যক্তি হন, তাহলে কেন তাকে নামাজের সময় কল দিব? আর ...প্রিয় নামাজী ভাই- আপনি তো আরেকটু সচেতন হতে পারেন- মসজিদে প্রবেশের সময়ই মোবাইলটি বন্ধ করে নিতে পারেন। সাইলেন্ট করে নিতে পারেন। আপনি কেন একটু সচেতন হচ্ছেন না। আপনার গাফিলতির কারণে অন্য একজন নামাজীর খুশু খুজু নষ্ট হচ্ছে। মোবাইলে যখন রিং বাজে তখন শত শত মুসুল্লীর মনোযোগ তখন ওই রিংটোনের দিকেই যায়। এতে আপনি কত বড় গোনাহের কাজ করলেন, একটু চিন্তা করবেন কি? একটু সচেতন হবেন কি? প্রিয় নামাজী ভাই!

অনেক ভাই, ফজরের পর একটু ঘুমান। এটা আমাদের মাথায় রাখা উচিত। যদি তার কষ্ট হয় এমন সময় কল দেয়া আমাদের উচিত নয়।

আবার অনেক ভাই, রাত ১০ টার আগেই ঘুমিয়ে যান, তাই রাত দশটার পর একান্ত যদি দরকার না থাকে একবারের বেশি কল দেয়া উচিত নয়।

অনেকে নম্বর বানিয়ে বানিয়ে মিসকল দেয়। এটা একটা জঘন্য অপরাধ।

তাই মোবাইল ব্যবহারে সকলের সচেতন হওয়া উচিত।

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223284
১৯ মে ২০১৪ সকাল ১০:২৫
এন এস এম সাবের লিখেছেন : সচেতনতামূলক লেখার জন্য ধন্যবাদ ।
১৯ মে ২০১৪ সকাল ১০:২৮
170675
নকীব কম্পিউটার লিখেছেন : বিডি ব্লগে আগমনের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনার মেধার প্রতিফলন ঘটবে স্বীয় প্রতিটি পোস্টে।
223288
১৯ মে ২০১৪ সকাল ১০:৩৪
আহমদ মুসা লিখেছেন : একন কিছু টাউট বদমাইশ আছে যারা গভীর রাত্রে অপরিচিত নাম্বারে কল দিয়ে মানুষকে বিরক্ত করে। গত সপ্তাহে আমার মোবাইল নাম্বারে হঠাৎ রাত সাড়ে বারটার সময় একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করার সাথে সাথেই অপর পক্ষ থেকে খুবই দ্রুত বলা হলো ”এই নাম্বারে একটি কল দেন, জরুরী কথা আছে।” আমি সাথে সাথে কল বেগ করলে সে আমার সাথে আজাইরা কিছু কথা বার্তা বলা শুরু করে দিল।
১৯ মে ২০১৪ সকাল ১০:৪৮
170681
নকীব কম্পিউটার লিখেছেন : এরা জ্বীনের বাদশা। ব্লেক মেইল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে। বোকা মানুষগুলি তাতে পা দিয়ে সর্বস্বান্ত হয়।
223296
১৯ মে ২০১৪ সকাল ১০:৫৭
আব্দুল গাফফার লিখেছেন : লাইক , অনেক ধন্যবাদ
১৯ মে ২০১৪ সকাল ১০:৫৯
170683
নকীব কম্পিউটার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
223304
১৯ মে ২০১৪ সকাল ১১:১৫
প্রবাসী আশরাফ লিখেছেন : বিশেষ করে নামাযের সময় যেন কেউ কাউকে ফোন না দেই এতে যাকে ফোন দেওয়া হয় শুধু সেই বিরক্ত হয়না মসজিদের সবাই বিরক্ত হয়।

ধন্যবাদ সচেতনমূলক পোষ্টটির জন্য।
২০ মে ২০১৪ দুপুর ০২:৩৬
171060
নকীব কম্পিউটার লিখেছেন : আশরাফ ভাইকেও আন্তরিক ধন্যবাদ।
224061
২১ মে ২০১৪ সকাল ০৯:০২
মদীনার আলো লিখেছেন : সচেতনতামূলক লেখার জন্য অনেক ধন্যবাদ
২৯ মে ২০১৪ সকাল ১১:১৭
174627
নকীব কম্পিউটার লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File