এসএসসি পরীক্ষায় ফেল করায় নেত্রকোণার পূর্বধলায় একজনের আত্নহত্যা

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৮ মে, ২০১৪, ০২:৪১:১৬ দুপুর





এসএসসি পরীক্ষায় ফেল করায় পূর্বধলায় একজনের আত্নহত্যা

পূর্বধলা উপজেলার নসিব পুর গ্রমের ইউনুছ আলীর মেয়ে খাদিজা (১৬)এস এস সি পরীক্ষায় ফেল করায় আজ বিকেলে নিজ বসত ঘরে বাশের আড়ায় ফাসিতে ঝুলে আত্মহত্যা করে। সে পূর্বধলা বালিকা বিদ্যালয়ের ছাত্রী

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223000
১৮ মে ২০১৪ দুপুর ০২:৪৫
নকীব কম্পিউটার লিখেছেন : এসএসসিতে জিপিএ ৫ এর ইতিহাস
২০০১ সালে পায় ৭৬ জন,
২০০২ সালে পায় ৩ জন,
২০০৩ সালে ১ হাজার ৩৮৯ জন ,
২০০৪ সালে ৮ হাজার ৫৯৭ জন,
২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন,
২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪জন,
২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন,
২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন,
২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন,...
২০১০ সালে ৫২ হাজার ১৩৪ জন,
২০১১ সালে ৬২ হাজার ২৮৮ জন
২০১২ সালে ৮২ হাজার ২১২ জন,
২০১৩ সালে ৯১ হাজার ২২৬ জন,
২০১৪ সাল ১ লক্ষ ৪২হাজার ২৭৬
জন।
১৮ মে ২০১৪ দুপুর ০৩:১০
170340
প্রেসিডেন্ট লিখেছেন : জ্যামিতিক হারে বাড়ছে। মাশাল্লাহ!Angel Angel
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৪
170397
হতভাগা লিখেছেন : ২০০২ সালে মাত্র ৩ জন !!!!!

কেমনে কি ?
223006
১৮ মে ২০১৪ দুপুর ০৩:১০
আল সাঈদ লিখেছেন : বোকামী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ মাফ করুন।
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৫
170398
নকীব কম্পিউটার লিখেছেন : অভিভাবকগণ সন্তানের পাশে থাকলে এমনটি হত না সহজে।
223007
১৮ মে ২০১৪ দুপুর ০৩:১২
প্রেসিডেন্ট লিখেছেন : অনেক অভিভাবকও আবেগী কিশোর কিশোরীদের এমন পরিণতির দিকে ঠেলে দেন। পাশে না দাঁড়িয়ে বকাঝকা করেন যেটা কাঙ্খিত নয়।
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৫
170399
নকীব কম্পিউটার লিখেছেন : একমত আপনার সাথে।
223010
১৮ মে ২০১৪ দুপুর ০৩:১৩
এন এস এম সাবের লিখেছেন : আর কেউ যেন এই ভূল না করে ।
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৫
170401
নকীব কম্পিউটার লিখেছেন : এটাই প্রত্যাশা করি।
223043
১৮ মে ২০১৪ বিকাল ০৪:০৮
শেখের পোলা লিখেছেন : সকলকেই পাশ করালে এমনটি হতনা৷ সামের বছর সবাই পাশকরবে আর জিপিএ-৫ পাবে৷
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৬
170402
নকীব কম্পিউটার লিখেছেন : সুন্দর বলেছেন।
223045
১৮ মে ২০১৪ বিকাল ০৪:১১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : দুঃখজনক এতটা অভিমানী ক্যানরে তোরা। একবার না পারিলে দেখো শতবার এই শিক্ষাটা তোরা পাসনি কেনো। আর পাবিই বা কেনো যারা তোদের শিক্ষা দেয় তাদেরই তো শিক্ষা নাই। হতভাগি কবরে ভালো থাকিস Sad
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৬
170403
নকীব কম্পিউটার লিখেছেন : শিক্ষক অভিভাবক সকলেই সচেতন হওয়া দরকার।
223081
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৬
হতভাগা লিখেছেন : খুবই দুঃখজনক ।

পাশের হার ছিল ৯১% । মানে প্রতি ১০ জনে ৯ জন পাশ করেছে । ফেল করাই ছিল কঠিন ব্যাপার ।

মেয়েরা একটু বেশী অভিমানী হয় ।
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৪৬
170411
নকীব কম্পিউটার লিখেছেন : সত্যিই দু:খজনক।
223099
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : খুবই দুঃখজনক ।
১৯ মে ২০১৪ সকাল ১০:২৯
170677
নকীব কম্পিউটার লিখেছেন : বিধির বিধান।
223151
১৮ মে ২০১৪ রাত ০৮:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অতি দুঃখজনক ব্যাপার। কিন্তু আমাদের সামাজিক ও শিক্ষা ব্যবস্থারই এর জন্য দায়ি।
১৯ মে ২০১৪ সকাল ১০:২৯
170676
নকীব কম্পিউটার লিখেছেন : এটা সবাই মেনে নিতে পারে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File