বাজারের সবচেয়ে বড় মাছটি...
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৫ মে, ২০১৪, ১০:৫৫:৪২ সকাল
রাত সাড়ে নয়টা জিরো পয়েন্টে আমি দাড়িয়ে আছি। মোড়ে দুজন জেলে একটা বড় বোয়াল মাছ নিয়ে বসে আছে বিক্রির আশায়। আড়াই কেজির মত হবে মাছটা। একজন চেয়ারম্যান সাহেব দর দাম করছেন কেনার জন্য।
আমার মত গরীব লোকের পক্ষে চোখের তৃপ্তি মেটানো ব্যতীত কিছু করার নেই। কারণ এত বড় একটা মাছ আমাদের এলাকায় একমাত্র তারাই কিনতে পারেন যাদের “উপরি” আছে।
রাতে বাসায় ফিরে অর্ধাঙ্গীকে ঘটনাটি জানালাম। সাথে আরো একটি ঘটনা শেয়ার করলাম।
একজন বড় নেতা ও স্থানীয় মাতাব্বর এবং চেয়ারম্যান সাহেবের কাছে এলেন এক প্রতারিত ব্যক্তি...। ছেলের চাকুরীর জন্য ৩ লাখ টাকা ঘুষ দিয়েছেন। চাকুরী পাননি, টাকাও ফেরত পাচ্ছেন না।
চেয়ারম্যান সাহেব বলেন, আমাকে ৫ হাজার টাকা দিতে হবে। আমি তোমার টাকা আদায় করে দিব। তার আগে একটা মামলা কর থানায় এরপরে আমি সব দেখছি।
এই সমস্ত বোয়াল মাছ বা বাজারের সেরা মাছটা তাদের মত চেয়ারম্যান ও মাতাব্বর লোকেরাই কিনতে পারেন। তাদের রয়েছে ‘উপরি’র ব্যবস্থা।
এই জন্যই তাদের ভোট দিয়ে পাশ করানো হয়েছে। কড়ায় গন্ডায় উসুল করবেন জনগণের কাছ থেকে নির্বাচনী খরচের টাকা।
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ
ছোটদের জন্য আদ্যপান্ত কঠিন দুর্নিতি
-ফররুখ
আমাদের মতো পুটিরা বাজার থেকে কী কিনবো কোন মাছটি কিনবো সেটা তো আপনিই ভাল জানেন আশা করি।
আবার ইহাও খেয়াল রাখিতে হইবে পাপ বাপেরেও ছাড়ে না।
মন্তব্য করতে লগইন করুন