বাজারের সবচেয়ে বড় মাছটি...

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৫ মে, ২০১৪, ১০:৫৫:৪২ সকাল



রাত সাড়ে নয়টা জিরো পয়েন্টে আমি দাড়িয়ে আছি। মোড়ে দুজন জেলে একটা বড় বোয়াল মাছ নিয়ে বসে আছে বিক্রির আশায়। আড়াই কেজির মত হবে মাছটা। একজন চেয়ারম্যান সাহেব দর দাম করছেন কেনার জন্য।

আমার মত গরীব লোকের পক্ষে চোখের তৃপ্তি মেটানো ব্যতীত কিছু করার নেই। কারণ এত বড় একটা মাছ আমাদের এলাকায় একমাত্র তারাই কিনতে পারেন যাদের “উপরি” আছে।

রাতে বাসায় ফিরে অর্ধাঙ্গীকে ঘটনাটি জানালাম। সাথে আরো একটি ঘটনা শেয়ার করলাম।

একজন বড় নেতা ও স্থানীয় মাতাব্বর এবং চেয়ারম্যান সাহেবের কাছে এলেন এক প্রতারিত ব্যক্তি...। ছেলের চাকুরীর জন্য ৩ লাখ ‍টাকা ঘুষ দিয়েছেন। চাকুরী পাননি, টাকাও ফেরত পাচ্ছেন না।

চেয়ারম্যান সাহেব বলেন, আমাকে ৫ হাজার টাকা দিতে হবে। আমি তোমার টাকা আদায় করে দিব। তার আগে একটা মামলা কর থানায় এরপরে আমি সব দেখছি।

এই সমস্ত বোয়াল মাছ বা বাজারের সেরা মাছটা তাদের মত চেয়ারম্যান ও মাতাব্বর লোকেরাই কিনতে পারেন। তাদের রয়েছে ‘উপরি’র ব্যবস্থা।

এই জন্যই ‍তাদের ভোট দিয়ে পাশ করানো হয়েছে। কড়ায় গন্ডায় উসুল করবেন জনগণের কাছ থেকে নির্বাচনী খরচের টাকা।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221720
১৫ মে ২০১৪ সকাল ১১:০২
বিন হারুন লিখেছেন : নির্বচনে ভোটের জন্য যে আপনাকে ১০০-১৫০টাকা দিয়েছিলাম. সেগুলো কয়েকগুন বাড়িয়ে তুলতে হবে না. শুধু আমি চোর না বেশিরভাগ পাবলিকও টাকা ছাড়া ভোট দেয় না.
আপনাকে ধন্যবাদ
১৫ মে ২০১৪ দুপুর ১২:০৪
169196
নকীব কম্পিউটার লিখেছেন : জনগণ ভোটের সময় খায় আর ৫ বছর নেতারা খায়।
221721
১৫ মে ২০১৪ সকাল ১১:০৫
আওণ রাহ'বার লিখেছেন : ঘুষ দিয়ে চাকুরী নিতে কে বলেছিলো ঐ ব্যাটাকে?
১৫ মে ২০১৪ দুপুর ১২:০২
169193
নকীব কম্পিউটার লিখেছেন : মানুষ লোভী।
221729
১৫ মে ২০১৪ সকাল ১১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছোট মাছ খাওয়া্ বড় মাছের নিতি
ছোটদের জন্য আদ্যপান্ত কঠিন দুর্নিতি
-ফররুখ
১৫ মে ২০১৪ দুপুর ১২:০৩
169195
নকীব কম্পিউটার লিখেছেন : সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
221748
১৫ মে ২০১৪ সকাল ১১:৪১
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বাজারের সেরা বড় বোয়াল মাছটি খাবে দেশের রাঘব বোয়ালরা
আমাদের মতো পুটিরা বাজার থেকে কী কিনবো কোন মাছটি কিনবো সেটা তো আপনিই ভাল জানেন আশা করি।

১৫ মে ২০১৪ দুপুর ১২:০৩
169194
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ ওমর ফারুক ভাই।
221759
১৫ মে ২০১৪ দুপুর ১২:১৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তারাই তো খাবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো।
১৭ মে ২০১৪ সকাল ০৯:০৬
169815
নকীব কম্পিউটার লিখেছেন : Love Struck
221771
১৫ মে ২০১৪ দুপুর ১২:৩৫
হতভাগা লিখেছেন : যেখানের কথা বলছেন সেটা তো বাজার না , বাজারে গিয়ে তো এর চেয়েও বেশী ভিমড়ি খেতে হয় ।
১৭ মে ২০১৪ সকাল ০৯:০৭
169816
নকীব কম্পিউটার লিখেছেন : বর্তমান সময় সুদ ঘুষ দূর্নীতির।
221807
১৫ মে ২০১৪ দুপুর ০২:১৪
আহ জীবন লিখেছেন : বর্তমানে ঘুষ ইস কাইন্ড অফ ওয়ান ওয়ে রোড। দেওয়ার সময় খেয়াল রাখিতে হইবে।

আবার ইহাও খেয়াল রাখিতে হইবে পাপ বাপেরেও ছাড়ে না।

১৭ মে ২০১৪ সকাল ০৯:০৮
169817
নকীব কম্পিউটার লিখেছেন : মেধার মূল্যায়ন যেখানে নেই সেখানে ঘুষ না দিয়ে কি করবে? বেকার হয়ে বেঁচে থাকার চেয়ে তো মৃত্যু শ্রেয়। যেখানে এসএসসি পাশ করে একটি মেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী পায় ‍আর ১টি ছেলে ‍আরও কত বছর পড়াশোনা করতে হয়, এরপরেও কি চাকুরী পায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File