আসল জীবন সঙ্গীর আচরণ ॥ সংগৃহীত

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৮ এপ্রিল, ২০১৪, ০৬:২২:২৪ সন্ধ্যা

ফজরের আজান হচ্ছেঃ

স্ত্রীঃ এই উঠো, আজান হচ্ছে ,মসজিদে যাবে উঠো ...

স্বামীঃ হু আরেক টু ঘুমাই না ...

স্ত্রীঃ হা ঘুমাও তুমি আরাম করে আর

আমি যাচ্ছি পানি আনতে ... তোমার মুখে ঢালবো ......

স্বামীঃ আরে আরে এই দেখো আমি উঠে গিয়েছি

স্বামী ঘুম থেকে জাগলেন , আলহামদুলিল্লাহ আল্লাহ

পাকের শোকর , যিনি সুস্থ স্বাভাবিক ভাবে মরনের

কাছাকাছি থেকে আবার জীবিত করলেন ...

স্ত্রী মুচকি হেসে, সালাম দিলেন স্বামীকে, অতঃপর

জানতে চাইলেন ,

স্ত্রীঃ ঘুম কেমন হলো ?

স্বামীঃ হুম সেরকম দারুন ঘুম হয়েছে , স্বপ্নও দেখেছি একটা

স্ত্রীঃ ইশ তাই বুঝি ? কি দেখলে ?

স্বামীঃ দেখেছি হাফ ডজন পিচ্ছি বাচ্চা আমাকে আব্বু আব্বু

আর তোমাকে আম্মু আম্মু বলে চিৎকার করে ডাকছে ...

স্ত্রীঃ ইশ হয়েছে অনেক দুষ্টামি , এখন উঠো জলদি ...

স্বামীঃ ইশ দেখো কিভাবে ভাগিয়ে দেয়

স্ত্রীঃ ভাগবে নাকি পা ধরে টেনে ফেলে দিবো নিচে ??

স্বামীঃ ইশ দেখো পাগলী রেগে গিয়েছে ... এই নেও উঠে গেলাম

স্বামী ওযু করে এসে রেডি হয়ে নামাজের উদ্দেশে বের

হচ্ছিলেন ...

স্ত্রী দরজা ধরে দাঁড়িয়ে আছেন ...

স্বামীঃ তুমি অনেক লক্ষ্মী একটা বউ , সেটা জানো ??

স্ত্রীঃ হু হয়েছে দেরী হয়ে যাচ্ছে ...

স্বামীঃ এভাবে রোজ

বকা ঝকা করে আমাকে নামাজে পাঠিও কেমন ?

স্ত্রীঃ তারপরেও নিজ থেকে উঠে যাবেনা তাইনা ?

স্বামীঃ সকাল সকাল তোমার ডাকে ঘুম ভাঙবে তারপর

তোমার তাড়া খেয়ে নামাজ পড়তে যাবো , আর এর জন্যই

আমি কখনও নিজ থেকে উঠবো না

স্ত্রীঃ তোমাকে নামাজের জন্য রেডি করে পাঠাতে আমার

অনেক ভাল লাগে

স্বামীঃ এই জন্য তুমি লক্ষ্মী

স্ত্রীঃ দেরী হচ্ছে কিন্তু জলদি যাও আমি চা রেডি করি ...

স্বামীঃ আল্লাহ্ হাফেজ

স্ত্রীঃ ফি আমানিল্লাহ

তারপর স্বামী মুচকি হাসি দিয়ে নামাজের উদ্দেশে অন্ধকার

পথ বেঁয়ে হেঁটে যায় আর মনে মনে বলে '' হে আল্লাহ্ , কোনও

ভাবেই আমি তোমার শোকর আদায় করে শেষ করতে পারবোনা ,

কিসের বিনিময়ে আমাকে এমন জীবন সঙ্গিনী দিয়েছ আমি তাও

জানিনা ''

দরজা আটকিয়ে স্ত্রী জায়নামাজে বসে মুনাজাত শুরু করে ''

হে আল্লাহ্ , এই মানুষটার সাথেই যেন জীবনের শেষ মুহূর্ত

টা কাটে , আর আখেরাতের শুরুটাও যেও হয় এই মানুষটার

হাত ধরেই ''

বিষয়: সাহিত্য

১১৮৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214493
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ব্লগটা শেষ! টুডে-ব্লগ এখন "বিবাহিত-ব্লগ" হয়েগেছে গা Cheer Cheer Thumbs Up Thumbs Up Day Dreaming Day Dreaming যে দিকে যাই খালি বউ বউ পোস্ট পাই! Yahoo! Fighter Yahoo! Fighter তাহলে কি অবিবাহিতরা ব্লগে আসতে পারবে না? I Don't Want To See I Don't Want To See
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
162780
নকীব কম্পিউটার লিখেছেন : যাদের বিয়ের বয়স হয়েছে তারা জলদি বিয়ে করুন। সময় গেলে আর ফিরে পাবেন না। ঘোড়া চালালেও বুড়া হবে , ঘরে বেঁধে রাখলেও বুড়া হবে। তাই ব্যবহার করা উত্তম।
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
162781
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বউ পাওয়া কি এত সহজ? নব্যযুগের হবু-বউদের শর্ত কত শত জানা আছে? Frustrated Frustrated
214507
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
সালমা লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে শেয়ার খলঅলঅ জন্য
214525
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
নীল জোছনা লিখেছেন : এগুলা স্বপ্ন। এরাম বউ পাওয়া আর আসমানের চাঁদ হাতে পাওয়া একই কথা। Love Struck Love Struck Love Struck Love Struck
১৩ মে ২০১৪ দুপুর ০২:৪৪
168548
নকীব কম্পিউটার লিখেছেন : সব খারাপ না, কিছু হলেও ভাল আছে, কপাল যদি ভাল হয়।
214549
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
হতভাগা লিখেছেন : মনে হল এটা আইজাক আসিমভের কোন সাইন্স ফিকশনের একটা গল্প ।

১৩ মে ২০১৪ দুপুর ০২:৫৩
168552
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
214581
২৮ এপ্রিল ২০১৪ রাত ১০:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হতভাগার সাথে একমত।
কারন মেয়েরা আগে উঠবে এই আশা এখন দুরাশা। বরং এই কথা বলে যে ফজর এর সময় লাইট জালাইলে নাকি ঘুমের অসুবিধা হয়। এ যুগের নারিরা আল্লাহকে ভয় দুরে থাক স্বামিকে ভালবেসেও কষ্ট করতে রাজি না।
১৩ মে ২০১৪ দুপুর ০২:৪৩
168546
নকীব কম্পিউটার লিখেছেন : ১০০ % না হোক, ৫০‍ % হলেও আছে।
214588
২৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩০
মোবারক লিখেছেন : ভালো লাগলো
১৩ মে ২০১৪ দুপুর ০২:৪৬
168551
নকীব কম্পিউটার লিখেছেন : আপনাকে ধন্যবাদ বেড়ানোর জন্য ব্লগ বাড়ীতে।
214670
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৪৯
মদীনার আলো লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ মে ২০১৪ দুপুর ০২:৪৫
168549
নকীব কম্পিউটার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আমার নেট বাড়ীতে বেড়ানোর জন্য।
236876
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
মু আতিকুর রহমান লিখেছেন : রুপ কথার গল্প অনেক দিন পর পরলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File