কে কে শুনেছেন এই সংগীতটি? আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিব না!

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৫ মার্চ, ২০১৪, ০১:১৫:১৭ দুপুর

লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন

সেথা নাস্তিক মুরতাদদের মোরা করবই বর্জন ॥

অলি আল্লাহর এদেশ আমার সোনার বাংলাদেশ

ওরা কেমন করে করতে চায় ইসলাম নি:শেষ?

যেথা ভোর না হতেই ভেসে আসে সুমধুর আহবান

সেথা কেমন করে বসত করে নাস্তিক বেঈমান? ॥

এসো নাস্তিক মুরতাদদের মোরা করি বর্জন, করি বর্জন

লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন

সেথা নাস্তিক মুরতাদদের মোরা করবই বর্জন ॥

কেমন করে থাক ঘুমে ওরে মুসলমান

তন্দ্রা ছেড়ে জেগে ওঠো বাঁচাতে ঈমান ॥

এদেশ আমার পূণ্যভূমি মহান প্রভূর দান

সেথা কেমন করে রাজা হয়ে যায় নাস্তিক ইমরান ॥

এসো নাস্তিক মুরতাদদের মোরা করি বর্জন, করি বর্জন

লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন

সেথা নাস্তিক মুরতাদদের মোরা করবই বর্জন ॥

খানজাহানের স্বপ্নে বোনা এদেশের সীমানা

সেথা কোরআন বিরোধী আইন পাশ করে কি করে বুঝি না ॥

মুসলিম তুমি গর্জে ওঠো রাখতে নবীর মান

দেখো জেগেছে আবার আবু জেহেলের নাতি পুতি সন্তান ॥

এসো নাস্তিক মুরতাদদের মোরা করি বর্জন, করি বর্জন

লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন

সেথা নাস্তিক মুরতাদদের মোরা করবই বর্জন ॥

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197597
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৭
মাজহার১৩ লিখেছেন : বর্তমান সময়ের জন্য এই কবিতাটি খুবই জরুরী। এই কবিতাটি প্রিন্ট করে যার অবস্থান থেকে আমরা মানুষের কাছে পৌছে দিতে পারলে ইসলামী বিপ্লবের নতুন দিগন্ত উম্মোচিত হবে। সবাই টার্গেট নেই ১ কোটি কপি প্রকাশ করার।
রাজনীতিতে স্লোগান ও কবিতা শক্তিশালী ভুমিকা পালন করেছে।
বিশ্বকবি আল্লামা ইকবালের কবিতাই পাকিস্থানকে হিন্দুস্তান থেকে আলাদা করার ক্ষেত্রে ভুমিকা পালন করেছে। ১৯৭১ সালের আবেগপ্রবন স্লোগানই বাংগালীদের ঐক্য বদ্ধ করেছে এবং দেশ স্বাধীন হয়েছে।
তাই মুসলমানদের নাস্তিক ও নাস্তিকদের দোসরদের বিরুদ্ধে ঐক্যের জন্য এই কবিতাটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
197609
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০৩
ঈগল লিখেছেন : ভাই, লিংক থাকলে দেন।
197614
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০৮
আল সাঈদ লিখেছেন : We must boycott "Nastik"
197625
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এরকম সাহিত্য যতদিন আমাদের সম্মুখে বেশি করে প্রচারিত হবেনা ততদিন নাস্তিকরাই সুযোগ পাবে বেশি।
197663
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৬
নূর আল আমিন লিখেছেন : অসাধরণ বিপ্লবি কবিতা
197772
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৯
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : হ্যা, শুনেছি অসম্ভব সুন্দর ও সময়োপযুগী সংগীত
197773
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫০
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : কেমন করে থাক ঘুমে ওরে মুসলমান

তন্দ্রা ছেড়ে জেগে ওঠো বাঁচাতে ঈমান ॥

এদেশ আমার পূণ্যভূমি মহান প্রভূর দান

সেথা কেমন করে রাজা হয়ে যায় নাস্তিক ইমরান ॥

197835
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
নীল জোছনা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
197851
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
শেখের পোলা লিখেছেন : যেখানে সম্মান পায় জাগরণ মঞ্ছ, যে জাতীর কবী নাস্তিক, যে জাতির শিক্ষক জাফর ইকবাল, যে জাতির বা কুমারী মায়ের সন্তান, যে জাতি বিখ্যাত আলেমদের বিনা দোষ প্রমানেও ফাঁসী দেয়৷ তাকে আর যাই হোক নাস্তিক মুক্ত করা যায়না৷ তবে কবিতা ভাল হয়েছে৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File