কে কে শুনেছেন এই সংগীতটি? আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিব না!
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৫ মার্চ, ২০১৪, ০১:১৫:১৭ দুপুর
লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন
সেথা নাস্তিক মুরতাদদের মোরা করবই বর্জন ॥
অলি আল্লাহর এদেশ আমার সোনার বাংলাদেশ
ওরা কেমন করে করতে চায় ইসলাম নি:শেষ?
যেথা ভোর না হতেই ভেসে আসে সুমধুর আহবান
সেথা কেমন করে বসত করে নাস্তিক বেঈমান? ॥
এসো নাস্তিক মুরতাদদের মোরা করি বর্জন, করি বর্জন
লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন
সেথা নাস্তিক মুরতাদদের মোরা করবই বর্জন ॥
কেমন করে থাক ঘুমে ওরে মুসলমান
তন্দ্রা ছেড়ে জেগে ওঠো বাঁচাতে ঈমান ॥
এদেশ আমার পূণ্যভূমি মহান প্রভূর দান
সেথা কেমন করে রাজা হয়ে যায় নাস্তিক ইমরান ॥
এসো নাস্তিক মুরতাদদের মোরা করি বর্জন, করি বর্জন
লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন
সেথা নাস্তিক মুরতাদদের মোরা করবই বর্জন ॥
খানজাহানের স্বপ্নে বোনা এদেশের সীমানা
সেথা কোরআন বিরোধী আইন পাশ করে কি করে বুঝি না ॥
মুসলিম তুমি গর্জে ওঠো রাখতে নবীর মান
দেখো জেগেছে আবার আবু জেহেলের নাতি পুতি সন্তান ॥
এসো নাস্তিক মুরতাদদের মোরা করি বর্জন, করি বর্জন
লাখ শহীদের বাংলা মোদের বহু কষ্টে অর্জন
সেথা নাস্তিক মুরতাদদের মোরা করবই বর্জন ॥
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাজনীতিতে স্লোগান ও কবিতা শক্তিশালী ভুমিকা পালন করেছে।
বিশ্বকবি আল্লামা ইকবালের কবিতাই পাকিস্থানকে হিন্দুস্তান থেকে আলাদা করার ক্ষেত্রে ভুমিকা পালন করেছে। ১৯৭১ সালের আবেগপ্রবন স্লোগানই বাংগালীদের ঐক্য বদ্ধ করেছে এবং দেশ স্বাধীন হয়েছে।
তাই মুসলমানদের নাস্তিক ও নাস্তিকদের দোসরদের বিরুদ্ধে ঐক্যের জন্য এই কবিতাটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
তন্দ্রা ছেড়ে জেগে ওঠো বাঁচাতে ঈমান ॥
এদেশ আমার পূণ্যভূমি মহান প্রভূর দান
সেথা কেমন করে রাজা হয়ে যায় নাস্তিক ইমরান ॥
মন্তব্য করতে লগইন করুন