এই গুণ সম্পন্ন কোন স্ত্রী যদি কারো কপালে জুটে?

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৫ জানুয়ারি, ২০১৪, ০৭:০০:২৬ সন্ধ্যা

এক ব্যক্তি তার স্ত্রীর কিছু গুণের কথা আমার কাছে পেশ করে নিম্মে তা আপনাদের সম্মুখে পেশ করলাম তার অনুমতি নিয়েই। এখানে তার নাম উল্লেখ করলাম না।

অবশ্য নিম্নোক্ত গুণগুলির একটিও নেই আমার স্ত্রীর মধ্যে।

একজন মোটা মহিলার কিছু গুণ:-

-

-

-

-

-

-

সেই অনুপাতে অন্যদেরকেও কিছু পরিমাপ করা যেতে পারে।

১। সে ঘুমায় বেশি।

২। খায় বেশি।

৩। তার রাগ বেশি।

৪। সে অপব্যবহার করে বেশি।

৫। সে ভবিষ্যত সম্পর্কে চিন্তা করতে চায় না।

৬। নিজের ভাল বুঝে, অন্যের ভাল সহ্য হয় না।

৭। সে ঝগড়াটে।

৮। অন্যের দোষ খুঁজে, কিন্তু নিজেরটা না।

৯। সে খুব অহংকারী, গৌরব করে বেশি।

১০। সে স্বাধীনচেতা, কারো অধীনে থাকতে চায়না।

১১। সে কোন কাজই সুন্দরভাবে সমাধা করতে পারে না।

১২। সে কোন জিনিস হেফাজত করতে পারে না।

১৩। সে অলস, সময় জ্ঞান বলতে কিছু নেই।

১৪। তার মনে ভালোবাসা কম।

১৫। সে আত্মীয়তা চিহ্নকারী।

১৬। সে নিজের আত্মীয়কেও শত্রু ভাবে।

১৭। সে খুব সন্দেহ প্রবণ।

১৮। ইবাদতে সে গাফিল।

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167371
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
হতভাগা লিখেছেন :
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
121334
নকীব কম্পিউটার লিখেছেন : হুম। এই কবিতাটি আমি পড়েছি। একবার লিখে প্রিন্টও করেছিলাম। ধন্যবাদ নওরীনকে যে কিনা আসল রূপ তুলে ধরল। ধন্যবাদ আপনাকেও, আমার পোস্টে বেড়ানোর জন্য।
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
121339
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : Good Luck
167381
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
প্রিন্সিপাল লিখেছেন : যিনি পেয়েছেন, তিনি তো সুখী।
তবে আর আগে দেখতে হবে, স্ত্রী আদর্শবাদ স্বামী পেল কি না।
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
121338
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হুম Yahoo! Fighter Yahoo! Fighter
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
122948
নকীব কম্পিউটার লিখেছেন : স্ত্রী আদর্শবান স্বামী পেয়েছিল।
কিন্তু বহু চেষ্ঠা করেও স্ত্রী কে শয়তানের হাত থেকে রক্ষা করতে পারেনি স্বামী।
167394
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : খিক খিক, কি লিখলেন?
167402
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
নিস্পাপ লিখেছেন : ভাই , ভিক্ষা চাইনা, দয়া করে কুত্তা সামলান !!
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
122945
নকীব কম্পিউটার লিখেছেন : বুঝে শুনে বিয়ে করবেন, দিবেন।
167417
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
হলুদ রঙ মেঘ লিখেছেন : চমৎকার গবেষণা।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
122946
নকীব কম্পিউটার লিখেছেন : গবেষণা নয়। ওই ব্যক্তির বাস্তব অভিজ্ঞতা।
167457
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
আফরোজা হাসান লিখেছেন : সেই ভদ্রলোকের উচিত তাঁর স্ত্রীকে সঠিক পথ প্রদর্শন করা। তাকে সাহায্য করা ভুল থেকে বেড়িয়ে আসতে। পরামর্শ চাইবার জন্য যদি আপনার কাছে স্ত্রীর দোষ বর্ণণা করে থাকেন তাহলে ভিন্ন কথা। অন্যথায় প্রত্যেকের মনে রাখা উচিৎ যে, স্বামী-স্ত্রী একে অন্যের পরিচ্ছদ।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
121393
পবিত্র লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত। আমিও এটাই বলতে চেয়েছি।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
122947
নকীব কম্পিউটার লিখেছেন : অনেক চেষ্ঠার পরও নাকি তাকে সুপথে ফিরিয়ে আনতে পারেন নি। শেষ অবধি যা হওয়ার তাই হয়েছে।
167463
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
পবিত্র লিখেছেন : সেই ব্যক্তি যদি তার স্ত্রীকে এতই ভালবাসত তবে উনি এভাবে স্ত্রীর দোষ অন্যকে বলত না।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
122943
নকীব কম্পিউটার লিখেছেন : উনাদের সম্পর্ক এখন নাই।
167568
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৬
মাটিরলাঠি লিখেছেন :
উল্লেখিত ১৮টি গুন কমবেশি নারী-পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায়। অহেতুক একে অন্যের দোষ না খুঁজে মানিয়ে নেওয়াই ভালো। না পারলে শরীয়ত মোতাবেক পৃথক হবার ব্যবস্থাতো আছেই।

২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
122944
নকীব কম্পিউটার লিখেছেন : শেষটাই হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File