অশ্লীল যাত্রাপালা। অনুমতি দিচ্ছে সরকার
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৫ জানুয়ারি, ২০১৪, ০২:০৬:১৬ দুপুর
কেন্দুয়া উপজেলার রেন্টিতলা বাজার সংলগ্ন উলুয়াটি রেন্টিতলা বণিক সমিতির উদ্যোগে আয়োজিত যাত্রা অনুষ্টানের নামে চলছে উলঙ্গ নৃত্যের মহোৎসব। দিনভর যাত্রা অনুষ্ঠানের প...্রচারণা চললেও রাতভর চলে আলোক উদ্ভাসিত রঙ্গ মঞ্চে নষ্টা মেয়েদের বেহাল্লাপন্না ও উলঙ্গ নাচের অনুষ্ঠান। যা যুবসমাজকে ক্রমান্বয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সেই সাথে কুলুষিত করে চলেছে এই সমাজকে আর সমাজের মানুষকে। সরে জমিনে গিয়ে দেখাযায় বিভিন্ন বয়সের মেয়েদেরকে দিয়ে উলঙ্গ নৃত্য আর মঞ্চের পাশে বসা কিছু উঠতি বয়সের যুবকদের কাছে লেলিয়ে দিচ্ছে এসব মেয়েদের। এমনকি প্রকাশ্যে চলছে দর্শক ও নষ্টা মেয়েদের জড়াজড়ি করে চুমু খাওয়ার দৃশ্য। এসময় এসব নোংরা মেয়েদের পোশাক বিহীন অবস্থায় দর্শকদের মাঝে নেমে নৃত্য করতে এবং জড়াজড়ি করতে দেখা যায়। এইসব অপনৃত্য শিল্পীদেরকে বিভিন্ন খেতাবে ভূষিত করে উপস্থাপন করা হচ্ছে। নেপথ্য কণ্ঠ থেকে ঘোষনা করা হয় নৃত্যের রাণী সেক্সিশীলা, সেক্সিকুইন, চলচিত্র ও দেশ বিদেশে পুরস্কার প্রাপ্ত নৃত্য শিল্পী হিসাবে। অথচ মঞ্চে উঠার পরপরই পড়নের কাপড় খুলতে খুলতে একপর্যায়ে নগ্ন হয়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে উঠতি বয়সের দর্শকদের মনোরঞ্জন করতে থাকে। এলাকার যুবসমাজের সামাজিকতাকে যারা অশালীনতার দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে প্রতিরোধ করার দায় কাদের ? প্রশাসনের? নাকি সমাজের সচেতন মহলের? এই অধপতনের জন্য কারা দায়ী? বিভিন্ন সভাসেমিনারে অনেকেই অপসংস্কৃতির বিরুদ্ধে গলাবাজি করে বক্তব্য দেন। কিন্তু বাস্তবে এর প্রতি ফলন কোথায়। এদিকে যাত্রা শিল্পের বিভিন্ন অভিনয় শিল্পীরা জানান, এসব কুরুছি পূর্ণ অসামাজিক মেয়েদের আগমনে ও উলঙ্গ নৃত্য পরিবেশনের কারণে আমাদের যাত্রা শিল্প আজ ধ্বংসের পথে। আয়োজন কমিটির কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক শ্রেণীর কিছু দর্শক এ ধরণের নৃত্য চায় বলেই আমরা এসব মেয়েদেরকে দিয়ে এসব করাচ্ছি, এসব নৃত্যের পরে ১/২ অঙ্ক নাটকও চলে। এলাকার গন্যমান্য ও সচেতন মহলের অভিমত ভবিষত্য প্রজন্মকে রক্ষা করতে এসব শালীনতাহীন অনুষ্ঠান বন্ধে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহনের এখনই সময়। তাই এলাকার সচেতন মহল এই অশালীনতা থেকে পরিত্রানের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জেলা প্রশাসকের মাধ্যমে তারা অনুমতি নিয়ে অনুষ্ঠান করছে। অশালীনতার বিষয়টি আমি তদন্ত করে দেখছি, অবশ্যই এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিষয়: বিবিধ
১৬৭৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন