আজ আমার উপজেলায় নির্বাচন নেই।
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০৫ জানুয়ারি, ২০১৪, ১১:৩৩:১১ সকাল
আজ বিয়া খাইতে যাইতেছি, না বিয়ের সাক্ষী হইতে যাইতেছি।
আজ শুশুর বাড়ীর এলাকায় নির্বাচন আছে। সেখানে গাড়ী চলাচল বন্ধ। আজ আমার বউয়ের বড় ভাইয়ের বিয়ে। তিনি গতকাল ঢাকা থেকে রাত ১২টায় নেত্রকোনায় পৌঁছেছেন। খুব কষ্ট করতে হয়েছে। কোন যানবাহন না থাকায় অনেক ভোগান্তি হয়েছে। আবার আগামীকাল চলে যাবেন কর্মস্থলে। কিভাবে যাবেন আবার?
আমরা দুজন ভগ্নিপতি আছি। উভয়কেই উপস্থিত হতে হবে। আমরা না গেলে নাকি হবে না। কিন্তু কিভাবে যাব? রাস্তায় গাড়ি নাই। প্রায় ২০ কিলোমিটার জায়গা! এখন কি হাঁটতে হবে নাকি? জানিনা ভাগ্যে কি আছে?
আমার উপজেলায় রাস্তায় দেখলাম অনেক মানুষ। বললাম আজ না সারাদেশে ইলেকশন। আপনারা ভোট দেন না কেন? ভোট কেন্দ্রে যান। লোকেরা হাসে।
আর বলে কি! হাসিনা কি নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা রাখছে? আমরা টিভিতে দেখব কিভাবে ভোট দিতে হয়।
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন