আলহামদুলিল্লাহ!
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৭ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৯:০৫ দুপুর
ব্লগপাড়ায় নিয়মিত আসতে পারিনা।
বিশেষ করে যেখানে বর্তমানে আছি সেখানে কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই। মাদরাসায় বিদ্যুৎ নেই। মসজিদ থেকে মোবাইল চার্জ করি। আর আমি মোবাইলে নেট ব্যবহার করি না। মাঝে মাঝে একটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে লগ ইন হই, কিছু সময়ের জন্য। ইচ্ছেমত কিছু লিখতে পারি না।
বর্তমানে যেখানে আছি বুঝা যাচ্ছে বেশিদিন সেখানে থাকা মুশকিল হবে। অচিরেই হয়তো আবার কম্পিউটার ব্যবসায় আসতে হবে। কম্পিউটারগুলি এখনও আছে। দোকান ছাড়ি নাই। ভাড়া দিয়ে যাচ্ছি। হয়তো নির্বাচনের পরে আবার নিয়মিত হব দোকানে।
ব্লগে না আসতে পারার কারণে একটি খবর আমার ব্লগার ভাই বোনদের জানাতে পারিনি। গতকাল ছুটি নিয়ে এসেছিলাম। আজ একটু সময় পেলাম তাই দোকানে বসতে পারলাম।
খবরটি হলো:
গত ৩ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার সকাল ৯ টা ৩৬ মিনিটে আল্লাহ তায়ালা আমাদেরকে এক পুত্র সন্তান দান করলেন।
আল্লাহর রহমতে সন্তান ও তার মাতা সুস্থই আছে।
সন্তানের নাম রেখেছি- মুহাম্মাদ।
তার খালামনি বলেন আরো বড় একটি নাম চাই। এতে বিবি সাহেবাও একমত। অনেক বুঝালাম। কিন্তু তারা মানতে রাজী না।
শেষ অবধি বড় নাম রাখতে বাধ্য হলাম। শেষ পর্যন্ত নাম নির্বাচিত হলো-
মুআবিয়া হুসাইন খান (মুহাম্মাদ)।
সকলের কাছে দোয়া চাই আমার সন্তানের ও বিবিসাহেবার কল্যাণের জন্য।
আবারও দেখা হবে, কথা হবে কোন এক সময়।
আল্লাহ হাফিজ।
আজ ১৭ ডিসেম্বর ২০১৩ সকাল বেলা তোলা ছবি।
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন