কি লিখব কি লিখব না

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৩ নভেম্বর, ২০১৩, ০৪:৫১:০৯ বিকাল

মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। পাড়ার একদল ভন্ড লোক ওরস করবে। একদল মুসলমান তাতে বাধা দিল। কেন? এগুলিতে খুবই নোংড়ামি কাজ হয়ে থাকে। আয়োজকদের সকল প্রস্তুতি সম্পন্ন। দূর দূরান্ত থেকে অনেক গায়ক গায়িকা আমন্ত্রণ করা হয়েছে। কিছু মুসলমানের কারণে ভন্ডদের ওরস বিফলে যাবে? তা হতে পারে না। ওরা তো নামাজী না। ওদের নামাজ রোযার প্রয়োজন নাই। এরা মারেফাত খুঁজে গাজার কলকীতে। রাতের অন্ধকারে নারী পুরুষ একত্রে জিকির করার মাধ্যমে ওরা সৃষ্টিকর্তাকে পায়।

শেষ পর্যন্ত কি হলো: বাধা প্রদানকারী লোকেরা ওই লোকদের আবার পুনরায় ওরশ করার জন্য যা টাকার দরকার তা ভর্তূকি দিল।

যাও কর। এরপরেও আমাদেরকে এই গ্রামে বাস করতে দাও। নয়তো গ্রাম ছেড়ে ভাগতে হবে বাধা প্রদানকারীদের।

এই হলো বর্তমান সমাজের অবস্থা।

ওরশ শব্দের অর্থ- বাসর ঘর।

বাসর কখনো একা পুরুষ দ্বারা হয়না। প্রয়োজন- নারী ও পুরুষের।

যাদের রয়েছে যৌনশক্তি। তারা করবে বাসর। বুড়োদের বাসর করা প্রয়োজন পড়ে না। বর্তমান সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাড়াল।

যদি বাধা প্রদানকারী লোকেরা ভর্তূকি না দেয় তাহলে মামলা হবে তাদের নামে এমনকি গ্রাম ছাড়া হতে হবে। সর্বশেষ খুব ঢাক ঢোল পিটিয়ে ওরশ অনুষ্ঠিত হয়।

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File