সন্তান হিজড়া হয়ে জন্ম নেয়: মা বাবাই দায়ী।
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০৯ অক্টোবর, ২০১৩, ০২:১৮:৩৬ দুপুর
ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত: হিজড়ারা জ্বীনের সন্তান। প্রশ্ন করা হলো তা কিভাবে? স্ত্রীর হায়েযের সময় যে সকল স্বামীরা সহবাস করে তখন জ্বীনও তাদের সাথে শরীক হয়। আর জ্বীনের সহবাসের ফলে হিজড়া সন্তান জন্ম নেয়।
তাই হায়েয নেফাস চলাকালীন স্ত্রী সহবাস থেকে বিরত থাকা উচিত। তাই এ থেকে বুঝা যায়- হিজড়া সন্তান জন্ম নেওয়ার জন্য পিতা মাতাই দায়ী।
সুপ্রিয় পাঠকগণ- আবেগের বশে, যৌবনের তাড়নায় অনেকে এ হারাম কাজটি করে ফেলে। স্ত্রী বাধা দিলেও অতি আবেগী স্বামীরা তা মানেনা।
তাই দুনিয়াতে মুআমেলা মুআশারাত করতে হলে খুব বুঝে শুনে করতে হবে।
নইলে কিন্তু ফলাফল দুনিয়াতে রয়েছেই, পরকালে তো থাকবেই।
আল্লাহ পাক সকল মুসলমানগণকে হারাম কাজ বর্জন করার তৌফিক দান করুন।
আমীন।
বিষয়: বিবিধ
৪৭১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন