আংটি পড়ালেই কি সব জায়েয হয়ে যায়? ===============

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৫৬:১৯ দুপুর



বড় বোন প্রাইমারী স্কুলের শিক্ষক। ছোট বোন বাসায় থাকে কলেজে পড়া লেখা করে। বাবার বাড়ী অনেক দূরে কলেজ থেকে। তাই বোনের বাসায়ই থেকে পড়াশুনা করে থাকেন।

কিছুদিন আগে একটি ছেলের সাথে তার আংটি বদল হয়। ছেলেটি একটি সরকারী চাকুরী করে। এজিন-কাবিন বা ডকুমেন্ট কিছুই হয়নি এখনও।

বাসা খালি ছিল তাই মেয়েটি হবু বরকে ডেকে নিয়ে আসে বাসায়। প্রায় দিনই যাওয়া আসা করতে থাকে ছেলেটি। সম্পর্ক শুধু একটি আংটি পড়ানো। এটির বদৌলতে তারা নিয়মিত দৈহিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। পাশের বাসার ভাড়াটিয়া পুরুষের চোখে ঘটনাটি দৃষ্টিগোচর হলে বাধা দেয়। আর তাতেই তিনি মহা অপরাধী।

ভারতীয় সিরিয়াল আর বাংলা সিনেমা থেকে শিক্ষা নিয়েই এসব কুকর্ম করে যাচ্ছে এরা। এর জন্য মা বাবাই দায়ী। দায়ী তার শিক্ষা ব্যবস্থা। অভিভাবক যদি সচেতন হতেন তাহলে এমন কুকর্ম কখনো করার সাহস পেত না।

যে ব্যক্তি সৎ কাজের আদেশ দিলেন, আর অসৎ কাজে বাধা দিলেন তিনি কেন দোষী হবেন?

আজ যিনি ইসলামের সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন তিনি দোষী।

কিন্তু ফলাফল যখন খারাপ হবে তখন তার কথা মনে হবে।

বাংলার বুকে কিছুদিন আগে এমন একটি ঘটনা সারাদেশের মানুষের মাঝে সাড়া ফেলেছিল।

প্রভা-রাজীব।

তারা শুধু আংটি পড়িয়েই কাজ শুরু করে দিয়েছিল।

পরবর্তীতে যখন প্রভা অপূর্বকে বিয়ে করল- তখন রাজীব তাদের অপকর্মের সকল চিত্র বাংলার জনগণের কাছে পৌঁছে দিয়েছিল।

এই সমস্ত ঘটনা দেখেও যারা শিক্ষা নেয়না তারা কোন জগতের প্রাণী?



বিষয়: বিবিধ

১৭৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File