বাবরের বাড়ী মানুষ যাওয়া দেইখ্যা আমার মাথা ঘুরতাছে,
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৫ আগস্ট, ২০১৩, ০৩:৪৭:১৮ দুপুর
পনেরই আগস্ট সারাটা দিন
কেমন করে কাটতেছে।
দুপুর বেলা হয়নি খাওয়া
বউ বেড়াইতে গিয়েছে।
ফেসবুক আর ব্লগবাড়ীতে
ঘুরে সময় যাইতেছে।
কোন কিছু ভাল্লাগেনা
মাথা বনবন ঘুরতাছে।
ডাইনে বায়ে তাকিয়ে দেখি
মানুষ কিলবিল করতাছে।
কয়দিন ধরেই দেখতে আছি
কত মানুষ আইতাছে।
মন্ত্রীর বাড়িত যাওনের লাগিন
সবাই লাইন ধরতাছে।
তিনি আবার মন্ত্রী হবেন
দেইখ্যা বুঝা যাইতাছে।
মধুর লাগি মৌমাছিরা
ছুটাছুটি করতাছে।
নতুন সরকার আইবো কবে
সেই অপেক্ষাই করতাছে।
পাঁচটা বছর ঘরের কোণে
বহু কাঁদা কান্দিছি,
সরকার বদল অইবো তাহার
গন্ধ নাকে পাইতাছি।
কানবো না আর কানবো না
নৌকায় ভোট দিমুনা।
মাথায় আঘাত পাইছি আমি
বেলতলায় আর যামুনা।
বিষয়: রাজনীতি
১৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন