এই রোজায়
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২২ জুলাই, ২০১৩, ০৯:৩৬:১৭ সকাল
আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী এই রমজানে ইবাদাত পালনে আমার চেয়েও একধাপ এগিয়ে। আমরা তারাবীর নামাজের সাথেই বিতর পড়ে নেই। কিন্তু সে তাহাজ্জুদের সময় বিতর পড়ে। এমনকি আমার আগেই তাহাজ্জুদ পড়ে নেয় ও
ঢাকায় অবস্থানরত তার বড় ভাইকে মোবাইল করে জাগিয়ে দেয়। নেত্রকোণায় বসবাসরত তার বোন ও মাকেও মোবাইল করে জাগিয়ে তুলতে একদিনও ভুল করে না।
রাত ২টায় ভাত রান্না করে গরম ভাত পরিবেশন করে থাকে, আমি তাকে বলি এশার পরে ভাত রান্না করে রাখার জন্য, যাতে কষ্ট কম হয়, কিন্তু সে নাছোড়বান্দা। বলে কি! শেষ রাতে রান্না না করলে রমজানের আসল তৃপ্তি পাওয়া যায় না।
আমি হাফেজ হয়েও প্রতিদিন ১ পাড়া তিলাওয়াত করছি।
আর সে হাফেজ না হয়েও ১ পাড়া দৈনিক তিলাওয়াত করছে।
ইফতারীতে যদি আমি বলি ১০-১২ টা খেজুর রাখ, সে বলে ২-৪টার বেশি নয়। এগুলোতে পেট ভরবে না। খুব সুস্বাদু ইফতারী প্রতিদিন সে তৈরী করে থাকে। ( দোয়া করি আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। )
কোন কিছুই সে বেশি পরিমাণে তৈরী করে না, যাতে নষ্ট না হয়। প্রতিবেশিকে যেদিন কোন কিছু দেওয়ার ইচ্ছে করে সেদিন কিছু বেশি করে পাকায়।
আলহামদুলিল্লাহ আমরা সুখী আছি। প্রভূর প্রতিটি ইবাদাত সঠিক ভাবে পালনের চেষ্ঠা করছি। দোয়া চাই সকলের।
বিষয়: বিবিধ
১৫৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন