লাশ হাঁটছে
লিখেছেন লিখেছেন ওমর বিশ্বাস ২১ অক্টোবর, ২০১৩, ১২:০৮:০৩ দুপুর
সাহেব সর্দার মারা গেছেন
নিজ বাড়িতে শ্যামপুর
কান্নাকাটি লেগেই আছে
দাফন হবে আজিমপুর।
শোকের ভারে করছে বিলাপ
কেউ বা নীরব কাতর
ভাবীজান ও ছেলেমেয়ে
অতি শোকে পাথর।
আত্মীয়দের কান্নাকাটি
পাড়াপড়শির শোক
সাক্ষী দিচ্ছে তিনি ছিলেন
ভালোমন্দের লোক।
সাহস ছিল শক্তি ছিল
রাগ ছিল তার বেশ
দাপট ছিল বুদ্ধি ছিল
লম্বা পাঁকা কেশ।
ভোজন রসিক ভীষণ খেতেন
সঙ্গে খেতেন ঘুষ
রাগলে পরে মারদাঙ্গা
থাকতো না তার হুশ।
সেই সর্দার আজ মরে গেছে
হায়রে কপাল মন্দ
যাত্রাবাড়ির ট্রাফিক জ্যামে
পথগুলো সব বন্ধ।
কি আর করা মন্দ কপাল
জ্যামের নামে বিষ
লাশের সাথে সঙ্গী সাথির
জানটাও যায় ইস।
ঘেমে নেয়ে হতাশ তারা
রোদে গেছে চুপছে
রাজধানীটা ট্রাফিক জ্যামের
নতুন কোনো কূপ যে।
আজিমপুর ও শ্যামপুরের মাঝ
কয় মিনিটের পথ
হিসেব করে পড়ল ধরা
নানারকম মত।
কেউ বা বলে তিরিশ মিনিট
কেউ বা বলে ঘন্টা
কেউ বা গালে হাত দিয়ে কয়
হাঁটতে চাইছে মনটা।
পথের হিসেব পথেই থাকে
যাত্রাবড়ির যাত্রা
ট্রাফিক পুলিশ ফুট দিয়েছে
জ্যামের যে নেই মাত্রা।
কাফন হবে দাফন হবে
কষ্ট হবে কম
কিন্তু কপাল, ট্রাফিক জ্যাম
লাশের আরেক যম।
শোক থমথম শোক থমথম
সাঙ্গপাঙ্গ চুপ
সাহেব সর্দার ভক্তি পেতেন
এদের কাছেই খুব।
কিন্তু অবাক ভূতের মতো
লাফিয়ে ওঠেন গুরু
কাফন বাঁধা খাঁটিয়াতেই
ধমক মারা শুরু।
আজব শহর ঢাকা শহর
সহ্য হয় না তার
হেঁটেই যাবেন আজিমপুরে
জ্যামে তো নয় আর।
লাশ হাঁটছে রাস্তা দিয়ে
হেঁটে যাচ্ছে কবরে
লাশ হাঁটছে প্রতিবাদে
বলছে সংবাদ খবরে।
বিষয়: সাহিত্য
১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন