প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী বন্ধুদের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান-১
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৮ মার্চ, ২০১৩, ১১:০২:৫৪ সকাল
সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক বন্ধুদের সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়ে ধারণা দিতেই আমার ক্ষুদ্র প্রয়াস। যদিও তথ্যগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন পত্র-পত্রিকায় আছে, কিন্তু একজন পত্রিকা পাঠকেরও শীর্ষস্থানীয় সকল দৈনিক পড়া সম্ভব হয়ে উঠে না। আবার সেগুলো থেকে প্রশ্ন হওয়ার মতো তথ্যগুলো বের করাও বেশ কষ্টসাধ্য। এসব দিক বিবেচনায় রেখে আমি বন্ধুদের কষ্টকে সহজ করণার্থে নিম্নলিখিত পদ্ধতিতে এমসি কিউ আকারে তথ্যমূলক পোস্ট দিতে ইচ্ছা পোষণ করছি। যদি আশানুরূপ সাড়া পাই তাহলে এভাবে চলতেই থাকবে ইনশাআল্লাহ।
মন্তব্য কাম্য।
====================
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানবসম্পদ উন্নয়ন সূচকে চলতি বছর বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৪৩তম
খ. ১৪৬তম+
গ. ১৪৮তম
ঘ. ১৫২তম
২. বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট জিল্লুর রহমান কবে মারা যান?
ক. ৫ মার্চ ২০১৩
খ. ১১ মার্চ ২০১৩
গ. ১৫ মার্চ ২০১৩
ঘ. ২০ মার্চ ২০১৩+
৩. এবছর স্বাধীনতা পুরস্কার ২০১৩ পেলেন কতজন?
ক. ৮ জন+
খ. ১০ জন
গ. ১২ জন
ঘ. ১৫ জন
৪. সম্প্রতি নির্বাচিত বিশ্বজুড়ে ১২০ কোটি রোমান ক্যাথলিক ক্রিশ্চিয়ানের ধর্মগুরু নতুন পোপের নাম কী?
ক. জন পল
খ. প্রথম ফ্রান্সিস+
গ. ত্রয়োদশ পায়াস
ঘ. চতুর্থ স্টিফেন
৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হয়?
ক. প্রণব মুখার্জীকে+
খ. জিল্লুর রহমানকে
গ. মাহাথির মুহাম্মদকে
ঘ. মনমোহন সিংকে
৬. যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি ও অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি উপেক্ষা করে সম্প্রতি কোন দেশ ইরানের সাথে গ্যাস পাইপলাইনে যুক্ত হয়?
ক. ভারত
খ. পাকিস্তান+
গ. ইরাক
ঘ. তুরস্ক
৭. জাতিসংঘের সাধারণ পরিষদের কোন কমিটিকে ফিফথ কমিটি বলা হয়?
ক. আর্থিক কমিটি
খ. বাজেট কমিটি+
গ. পিস কমিটি
ঘ. নিরাপত্তা কমিটি
৮. চীনের নতুন প্রেসিডেন্টের নাম কী?
ক. লিউ ইউনশান
খ. ঝ্যাং দেজিয়াং
গ. শি জিপপিং +
ঘ. উ ঝেংশেং
৯. গবেষণা প্রতিষ্ঠান এডেলম্যান বারল্যান্ড প্রকাশিত জরিপ মতে, পৃথিবীর শ্রেষ্ঠ ও বিশ্বস্ত শিল্প খাতের নাম কী?
ক. প্রযুক্তি+
খ. গণমাধ্যম
গ. গাড়িশিল্পে
ঘ. ব্যাংক-বীমা
১০. কোন দেশের শতকরা ২৮ ভাগ স্কুলছাত্রী এইডস আক্রান্ত বলে সম্প্রতি সেদেশের স্বাস্থ্যমন্ত্রী তথ্য প্রকাশ করে?
ক. নাইজেরিয়া
খ. জিম্বাবুয়ে
গ. সুদান
ঘ. দক্ষিণ আফ্রিকা+
বিষয়: বিবিধ
১৭২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন