খানকার পথ ধরে রাজপথে এসে (গান)

লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৩ জুলাই, ২০২৩, ০৩:১০:১৫ দুপুর

খানকার পথ ধরে রাজপথে এসে (গান)

মো. নাঈমুল ইসলাম নাঈম

.

খানকার পথ ধরে রাজপথে এসে

খুন রাঙা পথে আজ জনতায় মিশে

বুঝেছো কি পথ দুটো বরাবর নয়

ছেড়ো নাকো রাজপথ করো নাকো ভয়!

.

হাত শুধু দেখেছো তা মোসাফায় উঠে

কখনো বা সেই হাত কদমেও ছোটে

দেখোনি তো কোনো হাত নিজ চেহারায়

ছেড়ো নাকো রাজপথ করো নাকো ভয়!

.

যেই হাত চেহারায় উঠেছে তোমার

লাহাবের মতো হোক, দুআ বেশুমার

রক্তের ধারা শুষে যাক সাহারায়

ছেড়ো নাকো রাজপথ করো নাকো ভয়!

.

বিপ্লবি হুংকার কণ্ঠে তোমার

দেখে পুলকিত আজ লোক বেশুমার

লাখো লোক আছে আজ তব পাহারায়

ছেড়ো নাকো রাজপথ করো নাকো ভয়!

.

ঈমানের শক্তিতে হোক বলিয়ান

প্রতিরোধ হবে আজ তব অপমান

রাজপথ ভরে যাবে তব ইশারায়

ছেড়ো নাকো রাজপথ করো নাকো ভয়!

.

উলামারা এক হোক মত পথ ভুলে

দূরে ঠেলে দিয়ে নয় বুকে নাও তুলে

রবে দেশ উলামার দ্বীনী পাহারায়

ছেড়ো নাকো রাজপথ করো নাকো ভয়!

.

রচনাকাল : 12.6.2023

বিষয়: বিবিধ

৪৯২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386905
০৫ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো,অনেক ধন্যবাদ Thumbs Up Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File