জাতির শেকড় সন্ধানী উপন্যাসিক শফিউদ্দীন সরদারের ইনতিকাল

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৫:৩৭ দুপুর

বরণ্যে কথা সাহিত্যিক শফিউদ্দীন সরদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৪ ফেব্রুয়ারি ২০১৯ (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটায় নাটোরের এ কৃতি সন্তান নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।



ঔপন্যাসিক শফিউদ্দীন সরদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে, ৫ মেয়ে, নাতি-নাততি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, ১৯৩৫ সালে নাটোর সদর উপজেলার হাটবিলা গ্রামে জন্মগ্রহণ করেন এ কথাসাহিত্যিক। ১৯৫০ সালে ম্যাট্রিকুলেশন পাস করার পর রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ, বিএ অনার্স এবং এম এ ডিগ্রি লাভ করেন। এরপর লন্ডন থেকে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করার পর দেশে ফিরে নিজ গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি।

পেশাগত জীবনে তিনি রাজশাহী কলেজ, বানেশর কলেজ ও নাটোর রানীভবানী মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

১৯৮২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

শফিউদ্দীন সরদারের প্রথম উপন্যাস ‘চলনবিলের পদাবলী’। ঐতিহাসিক উপন্যাস রচনায় তিনি খ্যাতি অর্জন করেছেন। তিনি একের পর এক রূপ বখতিয়ারের তলোয়াড়, গোড় থেকে সোনার গাঁ, যায় বেলা অবেলায়, বিদ্রোহী জাতকসহ ৪২ উপন্যাস লিখেছেন।

শফীউদ্দীন সরদার সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন-

http://www.newsbybd.net/blog/blogdetail/detail/2197/naim/52629

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386436
১৭ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ১১:০০
ইয়াফি লিখেছেন : অসাধারণ ঔপন্যাসিক তিনি। আমি উঁনার গৌড় থেকে সোনার গাঁ উপন্য়াস পড়েছি। আল্লাহ উঁনাকে জান্নাত নসীব করুন।
০৬ মার্চ ২০১৯ সকাল ১০:৫৫
318343
আবু আশফাক লিখেছেন : আমিন, ইয়া রাব্বাল আলামিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File