গো-মাতার সন্তান আছে ঐ চারুতে
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৬ এপ্রিল, ২০১৭, ০৭:৪৬:১৩ সন্ধ্যা
গো-মাতার সন্তান শুধু নয় ভারতে
আছে আরো বাংলায় ঢাবির ঐ চারুতে।
বিশেষের দয়াতে সবখানে বর্ষে
চাকরির বাজারেও ওরা আজ শীর্ষে
আদালত হতে আজ রাস্তার ঝাড়ুদার
ওদের পদভারে তাই কাপে সব থরথর!
বড় বড় কর্তা পুলিশ আর ব্যাংকে
ওরাইতো আছে আজ তা-বড় র্যাংকে।
গো-মাতার মাংসের ঠাঁই নাই বাংলায়
খেতে হয় চলে যাও সুন্দর জংলায়।
একথা বলতে দেরি নাই দেখো ভাই
সংখ্যায় লঘু নয় গুরু হবে সহসাই।
#BoycottNoBeefRestaurant
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন