আমি বিনা টাকায় কারাগার দর্শন করেছি; আপনি যেতে পারেন, মাত্র ১০০ টাকা
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৩ নভেম্বর, ২০১৬, ১২:২৬:১৯ দুপুর
১০০ টাকার টিকিটের বিনিময় ২২৮ বছরের স্মৃতি বিজড়িত পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার দর্শনের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত সকাল ৯ থেকে বিকাল ৫ পর্যন্ত যে কেউ টিকিটের বিনিময়ে প্রবেশ করতে পারবেন।
২০১৫ সালের ২২ জানুয়ারি হঠাৎ দুজন সরকারি মেহমান অফিসে এসে বললেন আপনি কি অমক? হাঁ বলতেই বললেন, নিচে স্যারের সাথে একটু কথা বলে আসুন।
চললাম, নিচে নামতেই দেখি ডজন দেড়েক মেহমান আমাকে স্বাগত জানাতে দাড়িয়ে আছেন। একটু পর একটি মোটর সাইকেলে দুজনে মধ্যে বসিয়ে আগে পিছে আরো দুটি করে মোট ৫টি মোটরসাইকেলের সমবিহারে চললাম সরকারি ছোট মেহমান খানায়।
একরাত থাকার পর মহানগর দায়রা জজের কৃপায় ২২৮ বছরের স্মৃতি বিজড়িত পুরনো কেন্দ্রীয় কারাগার দর্শনের সুযোগ পেলাম বিনা টাকায়।
সে যাই হোক, ১০০ টাকায় কারাগার দর্শনের খবর বাসায় বলতেই দুই পুত্র নেচে উঠছে তাদের বাবা কোথায় ছিলেন তা দেখতে।
ভাবছি এবার কি টাকা দিয়ে পরিদর্শন করবো?
বিষয়: বিবিধ
৩২৭৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেই ভয়ানক দিনগুলো আবারও মনে পড়ে যায়।
এক মোটরসাইকেলে তিনজন চড়েছিলেন। ভাগ্যভাল আপনার বিরুদ্ধে ট্রাফিক আইন এর আরেকটা মামলা দেওয়া হয়নি।
আপনি অনেক ভাগ্যবান বলতে হয়।
বিনা পয়সায়…।।
মুহতারাম জামাই আদরে মোটরসাইকেলে শশুর বাড়িতে গেলেন, কিন্তু কি পরিমান গচ্ছা আর কতমাস লাগছে আপনার শারীরিক সুস্থতা ফিরে আসতে তা তো বললেন না!
আমি যতদূর জানি, ঐ শশুর বাড়ীতে কোন মানুষ থাকেনা, সেখানে মানুষ রুপী কিছু নেকড়ে থাকে।
মন্তব্য করতে লগইন করুন