প্রিয় শিক্ষক (প্রিয় নুরু স্যারের স্মরণে)
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০১ জুন, ২০১৫, ১১:১১:৪০ সকাল
প্রথম যেদিন নতুন করে স্কুলেতে যাই
স্যারের হাতেই কাপড় পড়া স্যারের হাতেই খাই।
স্যার আমাকে রাস্তা থেকে তুলে নিলেন কোলে
মায়ের কাছে গিয়ে আবার হাত বুলালেন চুলে।
বললেন এবার সোনা মনিকে পাঠশালাতে চাই
মা বললেন খায়নি খানা জামাও পড়ে নাই।
নিজের হাতে স্যার আমাকে খাওয়ালেন তুলে ভাত
জামা কাপড় পড়াতেও ছিল সেই মোলায়েত হাত।
এমন করেই প্রথম পাঠের স্যারটি ছিলেন নুরু
স্কুলেতে যাওয়া আমার এমনভাবেই শুরু।
বাড়ি থেকে যাওয়ার পথে দেখলেই হলো শিশু
নুরু স্যারের কাণ্ড এমন ধরতেন তাহার পিছু।
নিজের হাতে মুখ ধুইয়ে কোলে তুলে নিতেন
কখনও বা ঘাড়ে পিঠে শিশুদের নিয়ে যেতেন।
মিষ্টি সুরে অ আ ক খ পাঠ করাতেন তিনি
পাগলা নামে আশে-পাশে পরিচিত ছিলেন যিনি।
ছিলেন তিনি শিক্ষা পাগল শিষ্যরা সব জানি
প্রিয় ছিলেন সবার কাছে এটাও মোরা মানি।
শিক্ষা পাগল এমন স্যারকে আছি যে আজ ভুলে
করলে স্মরণ আজও তাকে বুকটি ওঠে ফুলে।
বিষয়: বিবিধ
৩৯০৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন গ্রামের স্কুলের স্যারদের দেখি ঘুম প্র্যাকটিস করতে। কিন্তু আমারদের স্যারদের দেখেছি কত যত্ন নিয়ে আমাদের পড়াতেন। আর আমাদের নুরু স্যার তো ছিলেন এমন যে, রাস্তায় স্কুল টাইমে কোনো শিশু খেলতে পারতো না। যে অবস্থায় আছে তিনি কোলে তুলে স্কুলে নিয়ে আসতেন।
শুধু স্কুল কেন? এখনতো সংসদ অধিবেশন চলাকালে ঘুমানোর রেওয়াজ শুরু হয়েছে।
আসলে এখন জাতি হিসেবেই আমরা একটি ঘুমন্ত জাতিতে পরিনত হচ্ছি
আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।
আমার স্যারের জন্য দুআ চাই।
আমার স্যারের জন্য দুআ চাই।
ইশশশ স্যারের কথা মনে পড়ে......
আমার স্যারের জন্য দুআ চাই।
বেতটি নিলে বুক তখন কাঁপতো দুরু দুরু।
স্যার কি শুধু আদরই করতেন
আপনি কি ভাই ভয় না পেতেন?
-অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুবই উপভোগ করেছি আপনার লেখাটি।
ধন্যবাদ আপনাকেও।
আমার স্যারের জন্য দুআ চাই।
মন্তব্য করতে লগইন করুন