জাতির শেকড় সন্ধানী উপন্যাসিক শফীউদ্দীন সরদার ও আমার কিছু স্মৃতি

লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:১৪:৫৮ রাত



শফীউদ্দীন সরদার : বার্ধ্যক্যে উপনীত হলেও কলম আগের মতোই বেগবান


আধুনকি বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাসের ময়দানে প্রায় একক সৈনিক, কর্মবীর তিনি। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে উঠার সকল গুণ থাকলেও শুধুমাত্র ইসলামী ভাবধারার লেখনির কারণে তিনি আমাদের তথাকথিত সাহিত্যিকদের কাছে অপাক্তেয় । মিডিয়া অনেক লেখককে জনপ্রিয় করে তোলে, কিন্তু স্ব-কীর্তিতে জনপ্রিয় হওয়া সাহিত্যিকের অভাব যে খালি চোখেও দেখা যায় তা বলাই বাহুল্য। যারা কোনো মিডিয়া বা পৃষ্ঠপোষকতার কল্যাণে বড় লেখক না হয়ে স্ব-কীর্তি আর খুরধার লেখনি দিয়ে নিজেকে সাহিত্যের বিদগ্ধ একদল পাঠকের মনিকোঠায় স্থান করে নিয়েছেন- এমনই একজন ঐতিহাসিক উপন্যাসিক শফীউদ্দীন সরদার।

যারা তার উপন্যাস পড়েছেন তাদের কাছে পরিচয় করিয়ে দেয়ার মতো কিছু নেই। কারণ তার লেখনির প্রতিটা ছত্রে ছত্রেই পরিচয় ভাস্বর হয়ে আছে।



শফীউদ্দীন সরদারের লেখাঘরের সামনে সন্ধ্যায়


বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাসের মধ্যে যারা মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ হুমায়ূন আহমেদের ‘মাতাল হাওয়া’ , ‘বাদশাহ নামদার’ ও এখনো প্রকাশের অপোয় ‘দেয়াল’ কিংবা ছোটদের জন্য ‘সূর্যের দিন’ আনিসুল হকের ‘মা’ ও ‘যারা ভোর এনেছিল’ হরিপদ দত্তের ‘মোহাজের’ পড়েছেন, তারা শফীউদ্দীন সরদারের উপন্যাস পড়লেই বুঝতে পারবেন তার স্বকীয়তা।

শফীউদ্দীন সরদারের জন্ম ১৯৩৫ সালে নাটোর জেলার হাবিলা নামক গ্রামে। বর্তমান বাসাও নাটোর শহরের শুকুলপট্টিতে। তিনি একাধারে শিক্ষক, গবেষক, অবসর প্রাপ্ত ম্যাজিস্ট্রেট। সর্বোপরি তিনি এখন আমাদের কাছে একজন সফল ঐতিহাসিক ঔপন্যাসিক। ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর এই লেখক পাদপ্রদীপের আলোয় আসেন নব্বই দশকের শেষের দিকে। দৈনিক ইনকিলাবে ধারাবাহিকভাবে প্রকাশিত ‘বখতিয়ারের তলোয়ার’ নামক উপন্যাসের মাধ্যমে। যেটি বই আকারে প্রকাশিত হয় ১৯৯২ সালে মদীনা পাবলিকেশন্স হতে। বইটি প্রকাশিত হওয়ার পরপরই পাঠক, সমালোচক ও সুধীজনের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। বইয়ের বর্ণনার ভাষাশৈলী, ঘটনার ধারাবাহিকতা, সংঘটিত সময়ের জীবন-যাত্রার যথার্থ উপস্থাপন, পাত্র-পাত্রীর সংলাপে পরিমিতবোধ ইতিহাসের যথার্থ উপাদান প্রভৃতি মিলিয়ে পাঠকের বিশ্বাস হয় এজন প্রতিশ্রুতিশীল লেখকের আগমনের। আর লেখকও পাঠকের বিশ্বাসের প্রতি আস্থা রেখে উপহার দিতে থাকেন একের পর এক সুখপাঠ্য ঐতিহাসিক উপন্যাসের। এরপর এই একই পত্রিকায় লেখকের আরো দুইটি উপন্যাস ধরাবাহিকভাবে প্রকাশিত হয়। যথারীতি আগেরটির মতই জনপ্রিয়তা পায়। উপন্যাস দুটি হল, বার পাইকার দূর্গ ও যায় বেলা অবেলায়। এছাড়াও লেখকের ‘সূর্যাস্ত’ উপন্যাসটিও অধুনা লুপ্তপ্রায় সাপ্তাহিক মুসলিম জাহানে প্রকাশিত হওয়ায় দেশের মাদ্রাসা শিতি পাঠকের কাছে দ্রুতই তার পরিচিতি বাড়তে থাকে। এরই ফলে এই পত্রিকার প্রতিটি ঈদ সংখ্যায় লেখকের উপন্যাস কমন আইটেম হয়ে যায়। অনেকগুলো উপন্যাস আমরা এই সাপ্তাহিকটির কল্যাণে পাঠ করতে পারি।

লেখকের কলম থেকে আজ পর্যন্ত আমরা পেয়েছি প্রায় অর্ধশত বই। এর মধ্যে ছাব্বিশটিই ঐতিহাসিক উপন্যাস। এই ছাব্বিশটি উপন্যাসের ইতিহাসের বিস্তৃতি হল ১২০৪ সালে ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বখতিয়ার খিলজির আগমন পরবর্তী সময় থেকে বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময় পর্যন্ত। আর এই একটি জায়গায় লেখকের অনন্যতা। কারণ বাংলা সাহিত্যের উপন্যাস শাখায় আর আগে কারও নামের পাশে এতগুলো ঐতিহাসিক উপন্যাস লেখার কৃতিত্ব নেই। নেই প্রায় আট’শ বছর বিস্তৃত সময়কে কেন্দ্র করে এত দীর্ঘ কোন সিরিজ লেখার কষ্টসাধ্য সাধনার কৃতিত্বও। আর এই বিশাল কর্মটি করতে লেখকের সাহিত্য সাধনার সময়টাও একটা বড় বিষ্ময়। মাত্র বিশ বছর সাহিত্য সাধনায় তিনি এই বিশাল কর্মযজ্ঞটি সম্পাদন করেন। কতটুকো ডেডিকেটেড থাকলে এ বিশাল সাহিত্য সম্ভার নির্মাণ করা সম্ভব এটা একজন সাহিত্যকর্মী মাত্রই উপলব্ধি করতে পারবেন।



শফীউদ্দীন সরদারের শয়নকক্ষে আমরা তিন পিতা-পুত্র


শফীউদ্দীন সরদারের ছাব্বিশটি উপন্যাসের বিষয় আর সময়কাল নিয়ে আলোচনা করলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠবে। লেখক ঐতিহাসিক উপন্যাসের এই দীর্ঘ সিরিজটি শুরু করেছেন ‘বখতিয়ারের তলোয়ার’ নামক উপন্যাসের মাধ্যমে যা আগেই বলা হয়েছে। আর এটি শেষ করেছনে দখল নামক বইটির মাধ্যমে। প্রকাশনার আগ-পিছ হলেও ইতিহাসের পরম্পরায় এটিই এই সিরিজের শেষ উপন্যাস এখন পর্যন্ত। এটা লেখকেরও ভাষ্যও।

লেখকের ঐতিহাসিক উপন্যাসের নাম ও বিষয় নিম্নরূপ :

০১. বখতিয়রের তলোয়ার : ১২০৪ সালে ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বখতিয়ার খিলজীর বঙ্গবিজয়।

০২. গৌড় থেকে সোনার গাঁ : বাংলায় স্বধীন সালতানাতের প্রতিষ্ঠা।

০৩. যায় বেলা অবেলায় : গিয়াস উদ্দীন আযম শাহ্র রাজত্বকাল।

০৪. বিদ্রোহী জাতক : রাজা গণেশের রাজত্বকাল।

০৫. বার পাইকার দূর্গ : সুলতান বারবাক শাহ্ ও দরবেশ ইসমাঈল গাজীর সময়কাল।

০৬. রাজ বিহঙ্গ : সুলতান আলাউদ্দীন হোসেন শাহ্ এর রাজত্বকাল।

০৭. শেষ প্রহরী : দাউদ খান কররানী ও কালাপাহাড় এর সময়কাল। (এই বইটি কলকাতা থেকেও প্রকাশিত।)

০৮. প্রেম ও পূর্ণিমা : সুবাদার শায়েস্তা খানের সময়কাল।

০৯. বিপন্ন প্রহর : নবাব মুশিদ কুলি খান ও সরফরাজ খান এর রাজত্বকাল।

১০. সূর্যাস্ত : পলাশীতে স্বাধীন বাংলার স্বাধীনতার সূর্যাস্ত।

১১. পথ হারা পাখি : ফকির মজনু শাহ্।

১২. বৈরী বসতি : সৈয়দ আহমদ বেরেলভী, তিতুমীর প্রমুখ।

১৩. বখতিয়ারের তিন ইয়ার : বখতিয়ার খিলজীর সাথে আসা তিনজন ঘনিষ্ঠ বন্ধুর জীবন।

১৪. দাবানল : সিপাহী বিদ্রোহের শুরু ও শেষ।

১৫. রোহিনী নদীর তীরে : সতীদাহ প্রথার উচ্ছেদে আকবরের বাধা দান বিষয়ক।

১৬. ঈমানদার : দাক্ষিণাত্যের একজন প্রভাবশালী মুসলমান।

১৭. ঠিকানা : ১৯৪৭ এর দেশবিভাগ।

১৮. ঝড়মুখী ঘর : দেশ বিভাগ পরবর্তী সময় থেকে ভাষা আন্দোলন ও আমাদের স্বাধীনতা সংগ্রাম।

১৯. অবৈধ অরণ্য : স্বাধীনতা যুদ্ধোত্তর সময়।

২০. দখল : ১৯৭১ পরবর্তী সময় থেকে আশির দশক শুরু পর্যন্ত।

২১. দীপান্তরের বৃত্তান্ত : আন্দামানের বন্দীদের নিয়ে।

২২. অন্তরে প্রান্তরে :

২৩. রাজনন্দিনী : সামাজিক ঐতিহাসিক।

২৪. রুপনগরের বন্দী :

২৫. লা ওয়ারিশ : লেখকের আত্মজৈবনিক।

২৬. বার ভূঁইয়ার উপাখ্যান : বাংলার বার ভূঁইয়া।

এছাড়াও লেখকের অপূর্ব অপেরা, চলনবিলের পদাবলী ইত্যাদি নামে কয়েকটি সামাজিক উপন্যাস রয়েছে।

বিষয়: বিবিধ

৬১৭৭ বার পঠিত, ৭৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261298
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
205160
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
261302
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৯
সালাম আজাদী লিখেছেন : আমার খুব শখ ছিলো তাকে একটু দেখবো। জানিনা তা হবে কিনা
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫১
205161
আবু আশফাক লিখেছেন : চলুন না একদিন সময় করে। খুউব মজার মানুষ; তবে বয়স হওয়ার কারণে নিজেকে কিছু্টা গুটিয়ে রাখেন। সাক্ষাত করতে খুব একটা উতসাহবোধ করেন না। আমি এশার নামাযের সময় গিয়ে দেখছিলাম তিনি মশারীর মধ্যে দাড়িয়ে নামায পড়ছেন। অনেকটা দুর্বল হয়েও পড়েছেন।
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১১
205172
সালাম আজাদী লিখেছেন : সেই কপাল নেই আবু আশফাক। দূরে থাকি। নাম্বার টা পেলে চালান কোরে দিয়েন
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৫
205414
আবু আশফাক লিখেছেন : ইনশাআল্লাহ চেষ্টা করবো। যার মাধ্যমে নাম্বারটা সংগ্রহ করার আশা করছিলাম, সে অসুস্থ। তাই একটু দেরি হতে পারে।
261312
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪২
আবু নাইম লিখেছেন : আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। নসীম হিজাজীর পরেই আমি তার উপন্যাসের সাথে পরিচিত হই। তার প্রায় সবগুলো বই আমার পড়া হয়েগেছে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তারা দুনিয়ার মানুষের কাছে কিছু আশা করে না।

কে কি দিল না দিল সেটা কথা নয়। তবে তিনি আমার মতো লাখো হৃদয়ে সযত্নে লালিত হবেন আপন মহমায়।

আপনাকে অনেক ধন্যবাদ..এ মহান লেখক সম্পর্কে জানানোর জন্য। আমি ভেবেছিলাম তিনি ঢাকা থাকেন। তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহী।
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৯
205169
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। আমিও আপনার মতোই তার একজন ভক্ত পাঠক। তার কোনো কোনো বই আমাদের একাধিকবার ক্রয় করতে হয়েছে। এখন অবশ্য প্রায় সবগুলোই সংগ্রহে আছে।
তিনি চাকরি থেকে রিটায়ার্ডের পর থেকে নাটোরের নিজ বাড়িতেই থাকেন। বাড়ীর পেছনে বিশাল দিঘীর পাড়ে তার লেখা ঘর। যেখানে বসেই অবিরাম লিখে চলেন এ কলম সৈনিক।
261327
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৭
আনিস১৩ লিখেছেন : Is there any download link?
Thank you.
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৬
205178
আবু আশফাক লিখেছেন : লেখকের দু একটি বই স্ক্যান করে আপলোড করা হলেও তা সামান্য। ডাউনলোড লিংক দেয়ার চেষ্টা করছি।
261328
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইসলামী ভাবধারার লেখক/উপন্যাসিক না হলে মিডিয়া তাঁকে অনেক উপরে তুলে আনতো। দুর্ভাগ্য আমাদের জাতির।
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৭
205179
আবু আশফাক লিখেছেন : শুধু এই একটি কারণেই আজ তিনি অপাক্তেয়। কবে আমরা প্রকৃত গুণিদের কদর করা বুঝবো?
261335
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৬
সন্ধাতারা লিখেছেন : Mashallah very important post. Jajakallah vaiya.
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২০
205180
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান ফিদ্ দুনিয়া ওয়াল আখেরাহ।
261352
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৩
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকে দেখে খুব ভালো লাগলো।
বাবুরা ভালো আছেতো?
Thumbs Up Thumbs Up Thumbs Up
Good Luck Good Luck Good Luck
শফিউদ্দইন সরদারকে দেখেও পুলকিত হলাম।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩০
205408
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। বাবুরা দুজনই ভালো আছে। তাদের জন্য দুআ কামনা করছি।
261379
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৭
হককথা লিখেছেন : দূরে থাকি ভাই । নাম্বার টা যদি ঠিকানায় একটু দিতেন, তবে এই দূর থেকেই তাঁকে একটা সালাম দিতাম।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
205409
আবু আশফাক লিখেছেন : ইনশাআল্লাহ চেষ্টা করবো। যার মাধ্যমে নাম্বারটা সংগ্রহ করার আশা করছিলাম, সে অসুস্থ। তাই একটু দেরি হতে পারে।
261390
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৮
মিজানুর রহমান ১ লিখেছেন : এমন প্রতিভা শৈলী লেখকের বিস্তারিত বিবরণ শুনে ভাল লাগলো। আপনাকে ধন্যবাদ
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩২
205411
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
আমি তো লেখক নই, তাই তার সম্পর্কে সুপাঠ্য লেখাও সম্ভব নয়। তার বই পড়লেই বোঝা যায় আসলে তিনি কত বড় মাপের একজন সাহিত্যিক।
১০
261507
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০০
কাহাফ লিখেছেন : বাংলার নসীম হিজাজী খ্যাত শফীউদ্দিন সরদারের পরিচিতির জন্যে মিডিয়ার প্রচারনা না থাকলেও স্বমহিমায় ভাস্কর তিনি।আল্লাহ পাকের কাছে এই মহান ব্যক্তির দীর্ঘায়ু কামনা করছি......
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৫
205412
আবু আশফাক লিখেছেন : জ্বী ঠিক তাই। তবে তিনি যদি বামঘেষা সাহিত্যিক হতেন তাহলে নিসন্দেহে একুশে পদক, বাংলা একাডেমী পদকসহ সকল পদক তার নামের পাশে শোভা পেত। কিন্তু জাতির দুর্ভাগ্য যে তারা প্রকৃত গুণির কদর করতে জানেনা।
১১
261534
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
ওমার আল ফারুক লিখেছেন : আপনাকে কী বলে ধন্যবাদ জানাব বুঝতে পারছিনা.শফিউদ্দীন সরদারের বখতিয়ারের ঘোড়া পড়েছি কয়েক মাস পূর্বে.এর পূর্বে কোন লেখাই আমার পড়া হইনি.ওনার যে এতোগুলো প্রকাশিত বই রয়েছে জানতাম না.নসীম হিজাযীর বইগুলো কয়েকবার করে পড়ছি.এতোদিন খুজতেছিলাম এমন একজন লেখকের অথচ প্রচারের অভাবে জানতেই পারেনি!
বইগুলো আমার দরকার.কোন প্রকাশনী থেকে পাওয়া যাবে ঠিকানাসহ চাই.তাছাড়া আপনার পোস্টটি স্টিকি করার আবেদন করছি.
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
205413
আবু আশফাক লিখেছেন : শফীউদ্দীন সরদারের বইগুলো মদীনা পাবলিকেশন্স, আাধুনিক প্রকাশনী, বাংলা সাহিত্য পরিষদ, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটিসহ বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। তবে বাংলাবাজার আসলে এক স্থান থেকেই প্রায় সব বই সংগ্রহ করা সম্ভব।
১২
261566
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৯
আবু আশফাক লিখেছেন : রিদওয়ান কবির সবুজ ভাইকে সজিব (বাংলার দামাল সন্তান) ভেবে তার কমেন্টে রি-কমেন্ট করেছিলাম। বুঝতে পেরে সেটি ডিলিট করতে গিয়ে রিদওয়ান ভাইয়ের কমেন্টই ডিলিট হয়ে গেছে। আমি দুখ্খিত রিদওয়ান কবির সবুজ ভাই।
১৩
261782
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে। আপনার ছবিটা ও বাচ্চাদের দেখেও ভালো লাগলো।
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৪
205997
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ আপনাকে। লেখকের সাথে ইশা নামাযের সময় দেখা করতে যাওয়ায় ভালোভাবে ছবি তোলা সম্ভব হয়নি। যখন দেখা করতে যাই, তখন তিনি শয়নকক্ষে মশারীর ভেতর নামায আদায় করছিলেন।
১৪
261861
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৪
কালো পাগড়ী লিখেছেন : আল্লাহ্‌ কোন দিন যদি তাওফিক দান করেন, তবে কয়েকজন লেখকের অপ্রকাশিত বই গুলো প্রকাশে সহযোগিতার নিয়াত আছে ইনশাল্লাহ্‌। লেখক দাদু শফীউদ্দীন সরদার সে রকম একজন।
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৬
205998
আবু আশফাক লিখেছেন : আসলেই তিনি সেরক একজন। অনেক লেখকের লেখার ধাচ আর বাস্তব জীবন ভিন্ন হয়ে থাকে। কিন্তু শফীউদ্দীন সরদারের লেখার সাথে সাথে তিনি বাস্তব জীবনেও মিশুক প্রকৃতির মানুষ।
১৫
261867
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫১
গ্রামের পথে পথে লিখেছেন : ইনি নিশ্চয় জামাতী। ১৯৭১ এ ওনার ভূমিকা কী ছিল??
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৬
205999
আবু আশফাক লিখেছেন : আপনার ভূমিকাটা যদি উল্লেখ করতেন!!
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৯
206003
স্বপন২ লিখেছেন : @গ্রামের পথে পথে ,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক ।
১৬
261868
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৭
206000
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৭
261871
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : একজন সাদা মনের মহান মানুষকে ব্লগে আনার জন্য ধন্যবাদ।
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৮
206001
আবু আশফাক লিখেছেন : শুধু সাদা নন একেবারে শুভ্র। আসুন দুআ করি, তিনি দীর্ঘজীবী হোন।
১৮
261874
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৯
206002
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।


কোনো একদিন আমি যখন ধান কাটছিলাম!!
১৯
261882
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২৮
ভিশু লিখেছেন : সাহিত্য জগতের এই মহান ব্যক্তিত্বের জীবন এবং অবদান সম্পর্কে কোনো ধারনা ছিলো না! আপনার সরেজমিন সচিত্র পোস্ট এবং সুন্দর ও তথ্যবহুল লেখার মাধ্যমে জানতে পারলাম আজ! ভালো লাগ্লো খুব! বিদগ্ধ উপন্যাসিককে জানাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা; তাঁর সুস্থ্যতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া রইলো! অনেক ধন্যবাদ আপনাকেও!
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫১
206005
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
লেখকের সাথে ইশা নামাযের সময় দেখা করতে যাওয়ায় ভালোভাবে ছবি তোলা সম্ভব হয়নি। যখন দেখা করতে যাই, তখন তিনি শয়নকক্ষে মশারীর ভেতর নামায আদায় করছিলেন।
আপনার দুআর সাথে আমাদেরও কামনা- আ্ল্লাহ তাঁকে সুস্থ্যতা ও দীর্ঘায়ু দান করুন।
২০
261919
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৫
প্রেসিডেন্ট লিখেছেন : এ মহান সাহিত্যিককে সশ্রদ্ধ সালাম। তথাকথিত মতলববাজ মিডিয়া আড়াল করলেও সফিউদ্দিীন সরদার ইতিহাসসন্ধানী ও শেকড়সন্ধানী দেশপ্রেমিকপাঠক হৃদয়ের মনিকোঠায় চিরকাল শ্রদ্ধার আসনে থাকবেন।
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫২
206007
আবু আশফাক লিখেছেন : অবশ্যই।
তবে তার ভক্ত পাঠকদের উচিত তাকে নিয়ে আরো বেশি বেশি আলোচনা করা, তার অবদান তুলে ধরে নিজেদের দায়িত্ব পালন করা।
২১
261946
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : যদি সত্যি বলি, তবে বলতে হবে যে, আপনার প্রতিবেদনটি পড়ে ক্ষণিকের জন্য হলেও নস্টালজিয়ায় পড়ে গেছি। আমাদের শৈশব ও কৈশোর কেটেছে এই শফিউদ্দীন সরদার ও নসীম হেজাজী'র মত ইসলামী ঔপন্যাসিকদের গল্পের বই পড়েই। তাদের গল্পের প্রতিটি শব্দগাঁথা আমাদেরকে ঈমানী চেতনায় উদ্বুদ্ধ করত। ইতিহাসের বিলুপ্ত মুসলিম সাম্রাজ্যকে তারা যেভাবে বিশ্বস্ত লেখনী দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এক কথায় সেটা ছিল অতুলনীয়। শফিউদ্দীন সরদার ও তাঁর মত সফল ইসলামী লেখকদের কাছ থেকে দেখর উদগ্র বাসনা মনের কোণে সবসময় লালন করেছি। আপনার কল্যাণে আজ ইসলামী সাহিত্যাঙ্গনের একজন বিদগ্ধ লেখককে দু'চোখে দেখার আকাঙ্ক্ষা সামান্য হলেও পূর্ণ হয়েছে। তাই আপনার জন্য রইল অকৃত্রিম কৃতজ্ঞতা। আল্লাহ তায়া'লার কাছে লেখকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৫
206009
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর মূল্যায়নের জন্য।
কোনো বই বা পত্র-পত্রিকায় কখনই শফীউদ্দীন সরদারের তাসবীর দেখতে না পাওয়ায় ইচ্ছা ছিল অনেক অনেক ছবি তুলে একটি ছবি পোস্ট দিব। কিন্তু লেখকের সাথে ইশা নামাযের সময় দেখা করতে যাওয়ায় ভালোভাবে ছবি তোলা সম্ভব হয়নি। যখন দেখা করতে যাই, তখন তিনি শয়নকক্ষে মশারীর ভেতর নামায আদায় করছিলেন। বয়সের কারণে দুর্বল হয়ে যাওয়ায় তাকে আর তকলিফ দিতে চাইনি।
২২
261964
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১০
তরিকুল হাসান লিখেছেন : অনেক ভালো লাগল।
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৬
206010
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ।
২৩
261976
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৫
বিল্লাহ মাসুম লিখেছেন : ওনেক ভাল লাগল
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৬
206011
আবু আশফাক লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
২৪
262016
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভিশু লিখেছেন :সাহিত্য জগতের এই মহান ব্যক্তিত্বের জীবন এবং অবদান সম্পর্কে কোনো ধারনা ছিলো না! আপনার সরেজমিন সচিত্র পোস্ট এবং সুন্দর ও তথ্যবহুল লেখার মাধ্যমে জানতে পারলাম আজ! ভালো লাগ্লো খুব! বিদগ্ধ উপন্যাসিককে জানাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা; তাঁর সুস্থ্যতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া রইলো! অনেক ধন্যবাদ আপনাকেও!
০৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০১
206016
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
লেখকের সাথে ইশা নামাযের সময় দেখা করতে যাওয়ায় ভালোভাবে ছবি তোলা সম্ভব হয়নি। যখন দেখা করতে যাই, তখন তিনি শয়নকক্ষে মশারীর ভেতর নামায আদায় করছিলেন।
আপনার দুআর সাথে আমাদেরও কামনা- আ্ল্লাহ তাঁকে সুস্থ্যতা ও দীর্ঘায়ু দান করুন।
২৫
262040
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩২
জেদ্দাবাসী লিখেছেন : পোস্টের জন্য অনেক ধন্যবাদ । মড়ারেশন টিমকেও ধন্যবাদ লেখাটা স্টিকি করার জন্য।

বখতিয়ারের তলোয়ার’ নামক উপন্যাসটি লেখার পর ঢাকার রাজপথে সতের ঘোড়ার মিছিলও হয়েছে বাংলা বিজয় উপলক্ষে। এতেই বুঝা যায় লেখক কতবড় প্রভাবশালি

আপনি ঠিক বলেছেন "বইয়ের বর্ণনার ভাষাশৈলী, ঘটনার ধারাবাহিকতা, সংঘটিত সময়ের জীবন-যাত্রার যথার্থ উপস্থাপন, পাত্র-পাত্রীর সংলাপে পরিমিতবোধ ইতিহাসের যথার্থ উপাদান প্রভৃতি মিলিয়ে পাঠকের বিশ্বাস হয় এজন প্রতিশ্রুতিশীল লেখকের আগমনের। "
যাজাকাল্লা খায়ের
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৯
206014
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। আমি আসলে লেখক না হওয়ায় এতো বড় একজন সাহিত্যিকের অবদানকে ফুটিয়ে তুলতে পারিনি। আপনাদের মতো বিগদ্ধজনেরা লিখলে যে আরো ভালো হতো তা বলাই বাহুল্য। তার পরও দেখা করার পর মনে হলো তাকে নিয়ে একটি ছবি পোস্ট দিই। লেখকের সাথে ইশা নামাযের সময় দেখা করতে যাওয়ায় ভালোভাবে ছবি তোলা সম্ভব হয়নি। যখন দেখা করতে যাই, তখন তিনি শয়নকক্ষে মশারীর ভেতর নামায আদায় করছিলেন।
২৬
262049
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
ওমার আল ফারুক লিখেছেন : ভাই,বাংলাবাজারে কোন লাইব্রেরী থেকে সবগুলো বই পেতে পারি?
০৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
206015
আবু আশফাক লিখেছেন : আহসান পাবলিকেশন্সে পেতে পারেন। না পেলে আমার অফিসে আসলেও আপনাকে সহযোগিতা করতে পারবো।
২৭
262050
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
ওমার আল ফারুক লিখেছেন : ভাই,বাংলাবাজারে কোন লাইব্রেরী থেকে সবগুলো বই পেতে পারি?
২৮
262166
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নাম্বার টা ভাই!!! একটু খেয়াল রাখবেন।
দিগন্ত টেলিভিশনের বিশিষ্ট ব্যাক্তিদের সাথে সাক্ষাতকার অনুষ্ঠানে তিনি একবার উপষ্থিত হয়েছিলেন। আর কোন টিভি প্রোগ্রাম এ সম্ভবত জাননি। আর চট্টগ্রামে চাঁদের হাট সংস্থা এবং এডভোকেট জিয়া হাবিব আহসান এর উদ্যোগে একবার তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তার সঙ্গে আমার তখন কথা হয়েছিল। সেই অনুষ্ঠানে মরহুম অধ্যাপক জামাল নজরুল ইসলাম তার ভাষা প্রয়োগ এর দক্ষতার খুবই প্রশংসা করেছিলেন।
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
206143
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ, অবশ্যই খেয়াল রাখবো এবং চেষ্টা করবো। নাটোরের বাইরে তাকে সম্বর্ধনা দেয়া সম্পর্কে অজ্ঞাত ছিলাম। আসলে প্রশংসা পাওয়ার মতোই যোগ্য তিনি। আল্লাহ মরহুম অধ্যাপক জামাল নজরুল ইসলামকে জান্নাত নসীব করুন।
২৯
262193
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৮
এম মিজান রহমান লিখেছেন : আপনার সরেজমিন সচিত্র পোস্ট
এবং সুন্দর ও তথ্যবহুল লেখার
মাধ্যমে জানতে পারলাম আজ!
ভালো লাগ্লো খুব!@লেখকের দীর্ঘায়ু কামনা করি...
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪০
206144
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। আমিন।
৩০
262264
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সফিউদ্দীন সরদারের 'বখতিয়ারের তলোয়ার' নামক ঐতিহাসিক উপন্যাস টি আমি পড়েছি। প্রবাসে চলে আসার কারণে আর কোন সাহিত্য হাতে পাইনি। তিনি একজন অসম্ভব ইতিহাস জ্ঞানে সমৃদ্ধ ছিলেন। যিনি ইতিহাস ও সাহিত্য দুটো অধ্যায়েই সমান সিদ্ধহস্ত। বাংলাদেশে এ ধরনের প্রতিভাবান সাহিত্যিকের সংখ্যা শুধুমাত্র একটি আঙ্গুলের কড় গুনে হিসাব করা যায়।

সফিউদ্দীন সরদারের অনেক গুলো দোষ ছিল, যেমন:

- তিনি ইতিহাসে ইসলামের ঘটনাগুলো প্রাঞ্জল ভাষায় তুলে আনতেন।
- তিনি ইতিহাতের ভুল গুলো তুলে আনতেন যাতে করে বর্তমান মুসলমানেরা সেই ভুল না করেন।
- তাঁর লিখনীতে ইসলামকে ভাল বাসার কথা প্রকাশ হত।
- তার লিখনীতে অতীতে মুসলমানদের বীরত্ব কাহিনী ফুটে উঠত।


এই দোষ গুলো যদি হুমায়ুন আহমদেরও থাকত তাহলে তিনিও বহুদূরে ছিটকে পড়ে যেতেন।

তার কিছু গুণের কমতি ছিল: যেমন,

- তিনি ঐতিহাসিক উপন্যাসে নায়ক নায়িকাদের ইতারামী পূর্ন ঘটনার রগরগে বর্ণনা দিতে পারদর্শী নন, যেভাবে ভারতের সুখওয়ান্ত সিং পেরেছেন।
- তিনি ভাষাপ্রেমিক, আবেগী, সত্য অনুসন্ধানী একটি জাতি পান নি, যেটা পাকিস্তানের নসীম হিজাজী পেয়েছিলেন।
- তিনি বাংলাদেশের শত শত লিঙ্গ সাহিত্যিক দের মত, নারী ও নারীর বাহারী সৌন্দর্যের রগরগে বর্ণনা দিয়ে ছেলেমেয়েদের প্রবৃত্তিকে উসকে দিয়ে যথাযত চাঙ্গা করতে পারেন নি। যেভাবে মিলন, সব্যসাচী আর হুমায়ুন আজাদের মত লিঙ্গ সাহিত্যিকেকরা করতে পেরেছিলেন।


যাক, মানুষ তার কর্মে বেঁচে থাকে। বিদ্যাসাগরও বেঁচে নেই হয়ত সফিউদ্দীনের মত মানুষও বেঁচে থাকবেন না। একদিন তাদের উঠবেই, জাতির প্রয়োজনে। অনেক ধন্যবাদ
০৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৩
206432
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ টিপু ভাই, সুন্দর মন্তব্য করার জন্য।
জাতিকে জাগ্রত করতে চাওয়া, তাদেরকে তাদের শেকড়েরর দিকে নিয়ে যা্ওয়ার চেষ্টা করা, তাদের স্বরূপ উদ্ঘাটন করে সেভাবে কর্মপন্থা নির্ধারণে সহায়তা করা, মুসলিম নামের ব্রাহ্মন্যবাদীদের মুখোশ উন্মোচন করার মতো অপরাধ তিনি করেছেন। এজন্য তিনি আজ অপাক্তেয় আমাদের তথাকথিত প্রভাবশালীদের কাছে।
৩১
262297
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৭
সায়িদ মাহমুদ লিখেছেন : এতদিন জানতাম নসিম হিজাজিই একমাত্র লেখক যিনি ইসলামিক ইতিহাস গুলোর সংমিশ্রণে চিত্তার্কষক উপন্যাস লিখেন, কিন্তু বাংলাদেশেও এমন একজন লেখক আছেন তা আগে জানতামনা, লজ্জা লাগছে এই ব্যাপারটা ভেবে যে আজকের আগে এমন একজন বড়মাপের লেখক সম্পর্কে তেমন কিছু জানতাম না, তবে আজকেই ওনার বই লাইব্রেরি থেকে সংগ্রহ করার চেষ্টা করবো ভাইয়া।
০৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৩
206437
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
৩২
262308
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১০
গ্রাম থেকে লিখেছেন : দুর্ভাগ্যবান লেখক, জন্মেছেন এমন এক দেশে যেখানে জ্ঞানীদের কোন মুল্যায়ন করা হয়না।

লেখককে ধন্যবাদ, আমার অন্যতম প্রিয় একজন লেখক সম্পরকে অনেক কিছু জানতে সাহায্য করলেন।
জাযাকাল্লাহ
০৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৪
206438
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ।
৩৩
262508
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩২
ওমার আল ফারুক লিখেছেন : আপনার অফিসটা কোথায়? আপনার ফেসবুক লিঙ্কটা দেয়া যাবে? কিংবা আবু আশফাক নামে সার্চ দিলে পেতে পারি?
০৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৬
206431
আবু আশফাক লিখেছেন :
ফেসবুকে আমি
৩৪
263400
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুবই সুন্দর পোস্ট - ভালো লাগলো অনেক - অনেক বিষয় জানা হলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর Rose Good Luck Good Luck Rose ভাইয়া, আপনার ছবিতে আশফাক কোনটা? নাকি দুইটাই আশফাক? Day Dreaming Day Dreaming না..... না..... তা হবে নাহ্.... ওরকম হলে “আবু আশফাক্বাইন” হতো আপনার নিক I Don't Want To See Big Hug Time Out Time Out
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৫
207154
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
এখন যে নিক ছবি দেখছেন সেখানে ডাইনের টা তথা ছোটটা আব্দুল্লাহ আশফাক মামনুন। আর বামের টা তথা বড়টার নাম আব্দুল্লাহ আদনান লাবীব।
৩৫
263444
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৭
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ একজন সত্যাম্বেষী মানুষকে তুলে আনার জন্য। আমাদের কাছেও এদের কদর নেই। অন্যকে বলে লাভ কি?
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৪
207153
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ ভাইজান। আসলেই তাই। আমরা যারা যতটুকু সক্ষম ততটুকুও করতে রাজি নই!!
৩৬
320344
১৬ মে ২০১৫ দুপুর ০২:১৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শফীউদ্দিন সরদার আমার অন্যতম প্রিয় লেখক। আপনাকে ধন্যবাদ।
১৮ মে ২০১৫ দুপুর ১২:৫৫
261868
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File