সাঈদীর মৃত্যুদণ্ডের জেরে দেশজুড়ে বিক্ষোভ, নিহত ২১
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১৭:১৪ বিকাল
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও জামায়াতে ইসলামীর নয়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে রাজপথে নেমে এসেছে জামায়াতে ইসলামী-ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তাদের সাথে কোথাও কোথাও যোগ দিয়েছেন সাঈদীভক্ত সাধারণ মানুষ।
আজ সারাদেশে পুলিশ-র্যাব ও সরকারি দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জামায়াত-শিবিরের অন্তত ২১ জন জামায়াত-শিবির নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন বহু সংখ্যক।
নিহতদের মধ্যে আছেন-
১। রংপুরের মিঠাপুকুরে ৫ জন,
২। চট্টগ্রামে ৪ জন,
৩। কক্সবাজারে ৪ জন,
৪। সিরাজগঞ্জে ২ জন,
৫। চাপাইনবাবগঞ্জে ২ জন,
৬। দিনাজপুরে ৩ জন,
৭। বগুড়াতে ১ জন।
পুলিশের গুলিতে রংপুর, সিরাজগঞ্জ ও দিনাজপুরে নিহত ১০
নয়া দিগন্ত অনলাইন
পুলিশের গুলিতে রংপুর, সিরাজগঞ্জ ও দিনাজপুরে নিহত ১০
পুলিশের গুলিতে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অন্তত ১০ নেতাকর্মী নিহত হয়েছেন ও আহত হয়েছেন সহস্ত্রাধিক লোক। নিহতদের মধ্যে রংপুরে ছয়জন, সিরাজগঞ্জে দুজন এবং দিনাজপুরে দুজন রয়েছেন।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন