নাস্তিক মুক্ত বাংলাদেশ /কাম্য এখন সবার
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩১:০৭ দুপুর
নাস্তিক মুক্ত বাংলাদেশ
কাম্য এখন সবার
শাহবাগী আর নাস্তিকদের
কম্ম এখন কাবার।
দেখলো তারা মুসলিম যারা
আছে নাকি বাংলা দেশে
শিখা চিরন্তন শান্তি প্রদীপ
এতো জ্বালানোরও শেষে?
এতো মিডিয়া র মোশাদের
কূটিল নির্দেশনায়
পেরেছি কি ঢুকতে মোরা
ঈমান নামের সীমায়?
থাকবে মুসলিম নামে শুধু
আমাদের মতো করে
আজানের ডাকে উঠবে কেন
ঘুম থেকে এতো ভোরে?
কিন্তু দেখলো হায় হতম্মি
সবই মাঠে মারা
এতো কিছুর পরেও কেন
কুরআনের ডাকে সারা?
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন