একুশের দুটি ছড়া : ফেব্রুয়ারির দিনটা ও প্রাণের ভাষা বাংলা ভাষা

লিখেছেন লিখেছেন আবু আশফাক ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:০৯:৪৭ সকাল

ফেব্রুয়ারির দিনটা

বছর ঘুরে আসলো আবার

ফেব্রুয়ারির দিনটা

সেই খুশিতে উঠলো নেচে

আমাদেরই মনটা।

ভোর বিহানে ঘুম থেকে ভাই

উঠেই চলি মিনারে

মিনার মাঝে যেতে মোদের

ভাসে স্মৃতি মনেরে।

ভাষার জন্য যেমন করে

দিয়েছিল প্রাণ।

শহীদেরা কবর মাঝে

শান্তি যেন পান।



প্রাণের ভাষা বাংলা ভাষা

প্রাণের ভাষা বাংলা ভাষা

মহান প্রভুর দান,

প্রাণের ভাষা বাংলা ভাষা

বাংলাতে গাই গান।

প্রাণের ভাষা বাংলা ভাষা

শিশুর মুখের হাসি,

প্রাণের ভাষা মনের আশা

রাখাল ছেলের বাঁশি।

প্রাণের ভাষা বাংলা ভাষা

পাখির গানের সুর,

প্রাণের ভাষার স্লোগানে

মন ছুটে যায় দূর।

বিষয়: বিবিধ

১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File