সৈয়দ আশরাফের “অন্যরকম” নির্বাচন ও তৃতীয় দফা উপজেলা নির্বাচনের করুণ দৃশ্য

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৬ মার্চ, ২০১৪, ০৮:৪৬:৫৩ সকাল

তৃতীয় দফা উপজেলা নির্বাচনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘এরপর নির্বাচনগুলো হবে “অন্যরকম”। গত কালের নির্বাচনে সৈয়দ আশরাফের এই ‘অন্যরকম’ নির্বাচন প্রত্যক্ষ করলো দেশবাসী।



সেনাবাহিনী কি শোকেস সাজানোর বস্তু!!!!!


‘গত দুই দফায় গুম, খুন থেকে শুরু করে বিরোধী প্রার্থীদেরকে শারীরিকভাকে আক্রমণ করে জখম করা, ইউএনওসহ নির্বাচনী কাজে দায়িত্বরত কর্মকর্তাদের মারধর করে ভোটকেন্দ্র দখলের ভয়াবহ বন্যউৎসবের পরও নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের “অন্যরকম” শব্দটির প্রতি সচেতন মহলের দৃষ্টি আকর্ষিত হয়। প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে বিভিন্ন উপজেলায় সরকারী দলের দুর্বৃত্ত বাহিনী কর্তৃক জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার পরও জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির বিজয় দেখে হতবুদ্ধি হয়ে পড়ে আওয়ামী লীগ নেতারা। তাই পরবর্তী নির্বাচনে তারা অন্যরকম খেল দেখানোর ঘোষণা দেয়। আর সেই অন্যরকম নির্বাচনী নাটক উপহার দিল গতকাল দেশবাসীকে।

অন্যরকম

সৈয়দ আশরাফদের সেই অন্যরকম নির্বাচনের স্বরূপ কী ছিল? ব্যালট ছিনতাই, জাল ভোট ও কেন্দ্র দখল, সাংবাদিক মারধর, মানুষ হত্যা, ভোটের আগেই বাক্স বোঝাই কি ছিল না সেই নির্বাচনে?

কোথায়ও সংঘাত, সহিংসতা ও ক্ষমতাসীনদের শক্তির মহড়ায় কেন্দ্রে যেতে পারেননি ভোটাররা। কেন্দ্রে গেলেও ভোট দিতে পারেননি কোথায়ও কোথায়ও। অন্যরকম জালিয়াতিতে সরকারসমর্থিত প্রার্থীদের পক্ষে বাক্স ভরা হয়েছে গায়েবি ভোটে। মিনিটে ৬ ভোট কাস্ট হয়েছে কোনো কেন্দ্রে। কোথায়ও একাই ৪ শতাধিক ভোট দিয়ে রেকর্ড গড়েছেন ছাত্রলীগ নেতারা। ভোট দিতে এসে লাশ হয়ে ফিরেছেন অন্তত দু’জন। কমপক্ষে সাতটি উপজেলায় কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে বিএনপি ও ১৯ দল সমর্থিত প্রার্থীরা। কয়েক ডজন কেন্দ্রে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছেন নির্বাচন কমিশন। এরপরও সৈয়দ সাহেবদের এই নির্বাচনকাণ্ডকে শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে অভিহিত করেছেন তাদের নির্বাচন কমিশন!

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192869
১৬ মার্চ ২০১৪ সকাল ১১:০১
আব্দুল গাফফার লিখেছেন :
আসিতেছে শুভদিন
যা বলার বলতে দিন
সময় হবে যখন
বুঝবে মজা তখন

এখন ধন্যবাদ নিন Good Luck
১৬ মার্চ ২০১৪ সকাল ১১:৪২
143630
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ মন্তব্য করায়। সেই দিন আর কত দু...............রে?
192892
১৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৫
নামহীন আমি অনামিকা লিখেছেন : ভালো লাগলো
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
143807
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ।
193324
১৭ মার্চ ২০১৪ সকাল ০৫:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
১৭ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
144084
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। তবে দেখলাম বন্ধুরা এরকম লেখা খুব একটা পছন্দ করে না।
194341
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:৩৮
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৪
145036
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ।
194342
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:৩৯
195400
২০ মার্চ ২০১৪ রাত ০৮:৩৮
প্রবাসী মজুমদার লিখেছেন : নির্বাচনের দিন দেশে ফোন করেছিলাম। মেঝ ভাই বলল, কেন্দ্রে যাইনি। কারণ ওখানে কাফিও চলছে। শুধুমাত্র সোনার ছেলেরা যেতে পারবে। জাতীয় সংসদ নির্বাচনের মত।

ধন্যবাদ।
২০ মার্চ ২০১৪ রাত ১০:১৩
145717
আবু আশফাক লিখেছেন :
196008
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:১২
মোহাম্মদ লোকমান লিখেছেন : এদেশের আম জনতাকে জাগাতে না পারলে এভাবেই চলবে হয়ত।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৪
146349
আবু আশফাক লিখেছেন : আজকাল আর জনতা আম নেই, সবাই খাস হয়ে গেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File