‘স্বাধীনতা' শব্দ শুনি রোজই কাব্য গানে
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১২ মার্চ, ২০১৪, ১২:০৯:৫৩ দুপুর
‘স্বাধীনতা' শব্দ শুনি রোজই কাব্য গানে
কিন্তু আমি বুঝতে অক্ষম এটার আসল মানে।
রাস্তা ঘাটে আজও মানুষ শুয়ে কাটায় রাত
অনাহারে খাদ্য খোঁজে পায়না দুটো ভাত।
খুন খারারি নিত্য আছে স্বাধীন বাংলাদেশে
খুনিরা সব খুন করিয়া চলছে বীরের বেশে।
অপরাধীর হয় না সাজা মজলুমানে কাঁদে
হরহামেশাই আমজনতা পড়ে নানান ফাঁদে।
নেই শান্তি নেই স্বস্তি বেঁচে থেকেও সুখ
না পাওয়ারই বেদনাতে কষ্টে ফাটে বুক।
রক্তে কেনা স্বাধীনতার ফল যদি এই হয়
তাহলে আর লাভ কী বলো পেয়ে এমন জয়?
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
স্বাধিনতার অন্য অর্থও করে অনেকে।
দিনে দিনে আত্ম সন্মান হচ্ছে যে ভাই ক্ষয়
পরের উপর করলে নির্ভর এমনই তো হয়
এটাকে আর যে যাই বলুক স্বাধীনতা নয়
খুদে ইকবাল, ছোট্ট রুমি, বাংলার হাফিজদের কবিতা কিন্তু আমিও পড়ি কইলাম!!!
হেথায় সেথায় খুজিয়াছি কভু পাইনাই।
কবি তো হয়েই গেলেন আবু আশফাক ভাই।
সুন্দর কবিতার জন্য শুকরিয়া জানাই।
ব্লগের বন্ধুদের সাথে যেন রই
হয়ে উঠুক ব্লগিংটা জান্নাতের মই।
ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
চাই ভাত কাপড় আর ঠাঁই,
স্বাধীন হয়ে কি লাভ বল,
এখন তারে ফেরত দিতে চাই৷
রাস্তা ঘাটে রাত কাটাব,
ভাত বিনা সব রইব অনাহারে,
পরণে মোর ছেঁড়া ত্যানা,
স্বাধীন মোরা বলি কেমন করে?
মন্তব্য করতে লগইন করুন